অগ্নিদগ্ধ জুডো প্রশিক্ষক!!
দৈনিক সংবাদ অনলাইনঃ স্কুলে স্বাধীনতা দিবসে মহড়া দেখাতে গিয়ে অগ্নিদগ্ধ এক জুডো প্রশিক্ষক। ঘটনা ১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ কদমতলা থানা এলাকার ইছাই লালছড়া স্কুলে। ধর্মনগর পুরপরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল দাস(২২) গত একমাস ধরে ইছাই লালছড়া স্কুলে ছাত্রছাত্রীদের জুডো খেলার প্রশিক্ষণ দিচ্ছিলেন। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানের শেষের দিকে সুনীল দাসের ১২ জনের দক্ষ খেলোয়াড় দল জুডো খেলার মহড়া প্রদর্শন করে।
অনুষ্ঠানের শেষ ভাগে ফায়ার রিং এর ভেতর দিয়ে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি শুরুর সময় ঘটে বিপত্তি। ফায়ার রিং এর কাপড়ে কেরোসিন ঢেলে আগুন ধরাতে গেলে, সেই আগুন প্রশিক্ষক সুনীল দাসের সিনথেটিক ট্রেকসুটে লেগে যায়। কোন কিছু বুঝে উঠার আগে তার শরীরে দাউদাউ করে আগুন জ্বলে উঠে। প্রশিক্ষক সুনীল দাসের সাথে থাকা ছাত্ররা কোন মতে শরীর থেকে টেনে হিঁচড়ে ট্রেকসুট সহ বাকি কাপড় খুলে ফেললেও তার শরীরে নীচের অংশের প্রায় ৪০ শতাংশ পুড়ে যায়। জানাগেছে, বাজার থেকে ক্রয় করে আনা কেরোসিনের সাথে পেট্রোল মিশানো ছিলো। যার ফলে আগুন মাত্রারিক্ত ভাবে ছড়িয়ে পড়ে এবং দুর্ঘটনা ঘটে। বর্তমানে বাড়িতেই তার চিকিৎসা চলছে।