Categories: দেশ

অগ্নিপথঃ দিতে হবে মুচলেকা

এই খবর শেয়ার করুন (Share this news)

একদিকে ‘ অগ্নিপথ ‘ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনরত যুবকদের হুঁশিয়ারি , অন্যদিকে প্রকল্পের আওতায় নিয়োগ প্রক্রিয়ার সময়সূচি ঘোষণা করলো কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক । সামরিক বাহিনীর জন্য কেন্দ্রের নতুন নিয়োগ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়ায় , সামরিক নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেছে , অগ্নিপথ জন্য আবেদনকারীদের প্রকল্পের প্রতিশ্রুতি দিতে হবে যে তারা এই প্রকল্পের বিরুদ্ধে কোনও অগ্নিসংযোগ বা আন্দোলনে অংশ নেয়নি । ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সামরিক বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি রবিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন , ‘ ভারতীয় সেনাবাহিনীর ভিত্তি হল শৃঙ্খলা । অগ্নিসংযোগ ও ভাঙচুরের কোনও স্থান নেই । অগ্নিপথ প্রকল্পের আবেদনকারী প্রত্যেক ব্যক্তিকে একটি শংসাপত্র দিতে হবে যে তারা প্রতিবাদ বা ভাঙচুরের অংশ ছিলো না ।

১০০ শতাংশ পুলিশ ভেরিফিকেশন এবং শংসাপত্র ছাড়া কেউ যোগ দিতে পারবে না । ‘ তিনি বলেছেন , যদি তাদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয় , তারা যোগ দিতে পারবে না … তাদের ( প্রত্যাশীদের ) তালিকাভুক্তি ফর্মের অংশ হিসাবে লিখতে বলা হবে যে তারা অগ্নিসংযোগের অংশ ছিলো না এবং তাদের বক্তব্য পুলিশ যাচাই করা হবে । রবিবার নতুন সেনা নিয়োগ প্রকল্প ‘ অগ্নিপথ ’ সম্পর্কে সন্দেহ দূর করতে এবং সশস্ত্র বাহিনীতে গণপ্রবেশের জন্য কেন দেশটির এই নীতির প্রয়োজন তা ও ব্যাখ্যা করতে স্থল , বায়ু ও নৌসেনা বাহিনীর পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হয় । হয় । সাংবাদিক সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল পুরী বলেন , ‘ কীভাবে আমাদের বাহিনীকে তরুণ করা যায় সে বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি । আমরা বিদেশি বাহিনী নিয়েও পড়াশোনা করেছি । আমরা তরুণদের চাই । যুবকরা ঝুঁকি গ্রহণকারী , তাদের আবেগ আছে । তাদের মধ্যে , জোশ এবং হোশ সমান অনুপাতে । ‘ এ দিনের সাংবাদিক বৈঠকে অগ্নিপথ প্রকল্পে নিয়োগের সময়সূচি ঘোষণা করা হয় ।

লেফটেন্যান্ট জেনারেল সি বাঁশি পোনপ্পা বলেছেন , সেনা নিয়োগের জন্য পরীক্ষাগুলি আগস্টের প্রথমার্ধে শুরু হবে এবং ‘ অগ্নিবীরদের ’ প্রথম গোষ্ঠী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাহিনীতে যোগ দেবে । দ্বিতীয় গোষ্ঠী আসবে ফেব্রুয়ারীর মধ্যে । সিনিয়র অফিসার বলেছেন যে , সেনাবাহিনী ৮৩ টি নিয়োগ সমাবেশ করবে এবং দেশের প্রতিটি গ্রাম স্পর্শ করবে । নৌবাহিনীর জন্য , ‘ অগ্নিবীরদের ’ প্রথম গোষ্ঠী ২১ নভেম্বরের মধ্যে প্রশিক্ষণের জন্য ওড়িশার আইএনএস চিল্কায় পৌঁছাবে । বিমান বাহিনী এই বছরের ডিসেম্বরের মধ্যে ‘ অগ্নিবীরদের ’ প্রথম ব্যাচকে নথিভুক্ত করবে এবং একই মাসে প্রশিক্ষণ শুরু হবে । অগ্নিপথ প্রকল্পের অধীনে , যে কোনও ভারতীয় যুবক যার বয়স ১৭ বছর ৫ মাস থেকে ২১ বছরের মধ্যে আবেদন করতে পারে । তাদের একটি পূর্বনির্ধারিত মেডিকেল টেস্টের মধ্য দিয়ে যেতে হবে ।অগ্নিবীর অন্যান্য বায়ুসেনার কর্মীদের দেওয়া পদক এবং পুরস্কারের জন্যও যোগ্য হবেন । এছাড়াও , তারা বছরে ৩০ দিন সবেতন ছুটি পাবেন । যেখানে চিকিৎসার পরামর্শ অনুযায়ী অসুস্থ ছুটি দেওয়া হবে । প্রশিক্ষণকালীন সময়ে তারা সরকারী স্বাস্থ্যসেবা পাবেন । তবে বিশেষ পরিস্থিতি ব্যতীত প্রশিক্ষণের মাঝামাঝি সময়ে তাদের চাকরি ছাড়তে দেওয়া হবে না ।

অগ্নিপথ স্কিমের অধীনে , তিনি চাকরির প্রথম বছরের জন্য বেতন হিসাবে ৩০ হাজার টাকা পাবেন , যার মধ্যে ২১ হাজার টাকা সরাসরি তার অ্যাকাউন্টে যাবে এবং ৯ হাজার টাকা অগ্নিবীর কর্পস ফাণ্ডে যাবে । প্রতি বছর বেতন বাড়বে । প্রশিক্ষণের শেষ বছরে অগ্নিবীরের বেতন হবে ৪০ হাজার টাকা । চার বছরের প্রশিক্ষণের পর ৭৫ শতাংশ অগ্নিবীর অবসরে গেলে সেবা তহবিলের আওতায় তাদের দেওয়া হবে ১০ লাখ চার হাজার টাকা , যার মধ্যে পাঁচ লাখ দুই হাজার টাকা তাদের নিজেদের অর্জিত । এছাড়া তারা সরকারের কাছ থেকে কোনও ধরনের গ্র্যাচুইটি বা অন্য কোনও তহবিল পাবেন না । তবে , সেনাবাহিনীতে থাকাকালীন তিনি ৪৮ লাখ টাকার জীবন বিমা পাবেন ।

Dainik Digital

Recent Posts

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

1 min ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

6 mins ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

16 mins ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

20 mins ago

শিক্ষক সংকটে ধুঁকছে স্কুল,তলানিতে ছাত্র সংখ্যা।।

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে। সরকারী স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত ১০…

22 mins ago

২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি ‘ধর্ষণ!!

অনলাইন প্রতিনিধি :-লাগাতার চুরি, ছিনতাই। মহিলারাও কোনোভাবে সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে…

25 mins ago