অচিরেই ভারত বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হবেঃ ধনখড়!

 অচিরেই ভারত বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হবেঃ ধনখড়!
এই খবর শেয়ার করুন (Share this news)

ভারত এখন বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ। আগামী কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। এতে ভারত আরও শক্তিশালী হবে। ভবিষ্যৎ উজ্জ্বল হবে দেশের আগামী প্রজন্মের। মঙ্গলবার রাজ্যের ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান মহারাজা বীর বিক্রম কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই অভিমত ব্যক্ত করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী মঙ্গলবার সস্ত্রীক এক দিনের রাজ্যসফরে ত্রিপুরায় এসেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

এদিন সকালে ১০ঃ১০ মিনিটে ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমানে আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং উপরাষ্ট্রপতি জায়া ড: সুদেশ ধনখড়। বিমানবন্দরে উনাদের স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারে সরাসরি চলে যান উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে স্বস্ত্রীক পুজো দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায় সহ অন্যান্যরা।

মাতা বাড়িতে পুজো শেষে সেখান থেকে পুনরায় হেলিকপ্টারে ফিরে আসেন আগরতলায়। আগরতলা পৌঁছেই রাজধানীর ঐতিহ্যবাহী এমবিবি কলেজের রবীন্দ্র হলে আয়োজিত একটি অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ বিশিষ্টজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চেন্সেলর, বিভিন্ন কলেজের অধ্যক্ষ- অধ্যক্ষা সহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও।

অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ছাড়াও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ও এমবিবি কলেজের অধ্যক্ষ নির্মল ভদ্র। অনুষ্ঠান শেষে সস্ত্রীক উপরাষ্ট্রপতি রাজভবনে চলে যান। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। রাজভবনে মধ্যাহ্ন ভোজন শেষে বিশেষ বিমানে ফিরে যান কোলকাতা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.