Categories: বিদেশ

অজানা ঝড় আসবে জীবনে, চব্বিশের ভবিষ্যদ্বাণী ‘জীবন্ত নস্ট্রাদামুসের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

কোভিড থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিফা বিশ্বকাপে কারা চ্যাম্পিয়ন হবে থেকে শুরু হবে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু। তার ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেছিল। সেই সূত্রেই প্রচারের আলোয় উঠে আসেন ৩৬ বছরের ব্রাজিলীয় জ্যোতিষী অ্যাগোস সালোমি। অ্যাথোসকে ডাকা হয় ‘দ্য লিভিং নস্ট্রাদামুস’ বলে। তিনি এক জন স্বঘোষিত ভবিষ্যৎ-কথক। তিনি দাবি করেন, বিশ্বের নামীদামি জ্যোতিষীরা পরামর্শের জন্য তাঁর কাছে ছুটে আসেন। ফিফা বিশ্বকাপে কাপ যে মেসির হাতে উঠতে চলেছে, সেই ইঙ্গিতও অ্যাথোস আগেই দিয়েছিলেন। অ্যাথোস দাবি করেন, ১২ বছর বয়স থেকেই তিনি নিজের শক্তির বিষয়ে অবগত ছিলেন। কিন্তু পাছে তাকে নিয়ে কেউ উপহাস করে এই ভয়ে তিনি কাউকে কিছু বলতেন না। সেই মানুষটি আগামী বছর সম্পর্কে শুনিয়েছেন ভয়াবহ ভবিষ্যদ্বাণী ব্রাজিলে বসেই তিনি ‘ডেইলি স্টার’ কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, চব্বিশে বিশ্বের প্রতিটি মানুষকে সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেছেন, চব্বিশে মানুষের জীবনে আসতে চলেছে “অজানা ঝড়’ ।কী এই ঝড়? সালোমির কথায়, চব্বিশ সালে একটি ‘বিগ ব্রাদার স্টেট’ (অতীব ক্ষমতাশালী রাষ্ট্র) আবির্ভূত হবে। অবশ্যই সেটি হবে কল্পিত একটি রাষ্ট্র। যে রাষ্ট্রের নাম ম্যাট্রিক্স অফ মডার্ন সারভেইল্যান্স। অর্থাৎ বিশ্বজোড়া নজরদারির রাষ্ট্র। তিনি বলতে চেলেছে, বিশ্বজোড়া এমন ফাঁদ পাতা হবে আগামী বছর, যে কেউ তা ফাঁকি দিতে পারবে না। অ্যাথোসের কথায়, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিসিটিভির ক্ষমতা আরও বাড়িয়ে দিচ্ছে। চিন ও আমেরিকায় ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি এমন এক যুগ নিয়ে আসতে চলেছে যেখানে কোনও গোপনীয়তা থাকবে না।’ অ্যাথোস বলেন, ‘আধুনিক নজরদারির অবস্থা আমাদের বিশ্বে ব্যাপক নজরদারি ও নিয়ন্ত্রণের বিশাল জালের প্রতীক। আমরা দ্রুত একটি বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছি যেখানে গোপনীয়তা শুধুমাত্র একটি ধারণা হয়ে উঠবে, আদতে সরকারের হাতে থাকবে জনগণের সমস্ত ব্যক্তিগত তথ্য।’ সালোমি এই কথা বলার আগেই বিশ্ব জেনে ফেলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের নাগরিকদের উপর নজরদারি বাড়াতে দেশজুড়ে ৫০ লক্ষ সিসিটিভি বসাতে চলেছেন।
রাশিয়ার ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রকের পুরো ডিজিটাল ব্যবস্থাপনাকে কেন্দ্রীভূত করতে চায় যাতে ক্রেমলিনে (রাশিয়ান প্রেসিডেন্টের অফিস) বসে থাকা লোকেরা ফুটেজ পেতে পারে। অ্যাথোস সালামি মানুষকে তাদের ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে মানুষকে সতর্ক থাকতে বলেছেন। সালোমি বলেন, ‘আমি জানি, আপনাদের মনে হচ্ছে, আমার মনের কল্পনার কথা বলছি।বিশ্বাস- অবিশ্বাস আপনাদের ব্যাপার। তবে রাষ্ট্রের নজরদারিতে চব্বিশে মানুষের জীবনজুড়ে যা বইবে, তা হল অজানা ঝড়।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধ চাই না, শান্তি চাই’,বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…

2 hours ago

পাক গোলাবর্ষনে প্রাণ গেল রাজৌরির উচ্চপদস্থ আধিকারিকের!!

অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…

3 hours ago

নিঃসঙ্গ পাকিস্তান!!

আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…

3 hours ago

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…

3 hours ago

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

7 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

16 hours ago