অটল কবিতা উৎসব!!
অনলাইন প্রতিনিধি :-ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৫ এবং ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে হতে যাচ্ছে অটল কবিতা ও সাহিত্য উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে রবিবার উদয়পুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, উদয়পুর পৌরপরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ত্রিপুরা স্টেট কালচার অ্যাডভাইজার কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, গোমতি জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য দপ্তরের আধিকারিকগণ। উদয়পুর মহকুমার বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী সহ প্রায় ৫০ টি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এদিন শোভাযাত্রাটি উদয়পুর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, ব্রহ্মাবাড়ি হয়ে রাজর্ষি প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।