অটো চালকদের সতর্ক,বিমানযাত্রীদের হয়রানি, হেনস্তা হলেই পারমিট বাতিল ঃ সুশান্ত।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগরতলা এমবিবি বিমানবন্দরে প্রিপেইড পরিবহণে যাত্রী পরিষেবা আরও সুষ্ঠু ও উন্নতমানের করার জন্য রাজ্যের পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগে ও তার পৌরহিত্যে উচ্চ পর্যায়ে এক বৈঠক হয়। পুলিশ, প্রশাসন, বিমানবন্দর অথরিটি, অটোর শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বুধবার বিমানবন্দরের পুরানো টার্মিনাল ভবনের কনফারেন্স হলে বৈঠক হয়। বৈঠকে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী স্পষ্টতই অটো চালক ও অটো সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, বিমানবন্দরে কোনওভাবেই বিমানযাত্রীর প্রতি দুর্ব্যবহার, হেনস্তা, অবভ্য আচরণ, ভাড়ার জুলুম – এই সব আর বরদাস্ত করা হবে না। বিমান থেকে নেমে যাত্রীরা বাইরে এলে অটো চালকরা যেভাবে অটোতে নেওয়ার জন্য ভাড়া নিয়ে দর কষাকষি, ভাড়ার জুলুম, যাত্রী নিয়ে টানাহ্যাঁচড়া, হয়রানি করেন তা রাজ্যের জন্য বড় বদনাম ও রাজ্যের সুনাম নষ্ট হচ্ছে বলে মন্ত্রী শ্রী চৌধুরী জানান। এমবিবি বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ায় ক’দিন পরে বিদেশ থেকেও সরাসরি বিমানে যাত্রী আসবেন। ত্রিপুরা ভ্রমণে আসবেন। এখন বিভিন্ন রাজ্য থেকে ত্রিপুরা ভ্রমণে বহু মানুষ আসছেন। পর্যটকরা বিমানবন্দরে হেনস্তা ও হয়রানির শিকার হলে রাজ্যের সুনাম নষ্ট হয়। বৈঠকের পর সন্ধ্যায় পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বিমানবন্দরে যাত্রীকে হেনস্তা, হয়রানি, যাত্রীকে মারধর, যাত্রীর সঙ্গে অবভ্য আচরণ, ভাড়ার জুলুম নিয়ে প্রায় প্রতিদিন বহু অভিযোগ পাওয়া যায়। এখন থেকে অটো চালকদের বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ পাওয়া গেলে বা বিমানবন্দরে যাত্রীর সঙ্গে এই ধরনের কোনও ঘটনা ঘটলে আইনগত ও দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। সেই অটো চালকের অটোর পারমিটও বাতিল করা হবে বলে পরিবহণমন্ত্রী স্পষ্টতই জানিয়ে দেন। বিমানবন্দরে বিমানযাত্রীর পরিবহণ ব্যবস্থায় ও পরিবহণ পরিষেবায় কোনও ধরনের সমস্যা ও উশৃংখলতা সৃষ্টি করলে সংশ্লিষ্ট অটো চালকের শুধু পারমিট বাতিলই নয়, আরও উপযুক্ত পদক্ষেপ নেবে রাজ্য সরকার ও পরিবহণ দপ্তর, পুলিশ। মন্ত্রী শ্রী চৌধুরী জানান, এ দিনের বৈঠকে আলোচনার পর এই সব বিষয়ে অটো চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিমানবন্দরে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য যে সব নথিভুক্ত অটো রয়েছে সেই সব অটোর চালককে পরিবহণ দপ্তর থেকে ইউনিফর্ম অর্থাৎ পৃথক পোশাক দেওয়া হবে। সেই পোশাক পড়ে অটো নিয়ে চালকদের বিমানবন্দরে আসতে হবে। সেইভাবে সেই পোশাক পড়েই অটো চালাতে হবে। পরিবহণমন্ত্রী শ্রী চৌধুরী আরও জানান, প্রিপেইড অটো পরিষেবায় যাতে আরও সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে হয় সেই জন্য কাউন্টার থেকে ক্যাশমেমো বা টুকেন নিয়ে যাত্রীরা টার্মিনাল ভবন থেকে বের হলে সেই টুকেনের অটো যাতে দ্রুত যাত্রীকে নিতে যাত্রীর কাছে আসে তাতে মাইকে গাড়ির নম্বর বলে দেওয়া হবে। বর্তমানে প্রিপেইডে যে অটো ভাড়া নেওয়া হচ্ছে তা একটু কমানোর বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলেও পরিবহণমন্ত্রী শ্রী চৌধুরী জানান। তবে বৈঠকে অনলাইনে বুকিং ওলা, ওবের, জুগনো ইত্যাদি অটো পরিষেবাও বিমানবন্দরে চালু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হয় বিমানযাত্রীদের দাবি অনলাইনে বুকিং অটোর সুবিধা চালু করার জন্য। তাতে মন্ত্রী জানান, এই বিষয়েও চিন্তাভাবনা চলছে। এদিকে বৈঠকে প্রিপেইডে থ্রি হুইলার অটোর পাশাপাশি চারচাকার গাড়ি চালু করার বিষয়েও আলোচনা হয় এবং দ্রুত চালু করার উপর জোর দেওয়া হয়। বৈঠকে পরিবহণমন্ত্রী, পুলিশ, ট্রাফিককেও বিমানবন্দরের দিকে নজর দিতে ও কর্তব্যপালন করার জন্য আহ্বান জানান । বিমানবন্দরের সামনের রাস্তা সুখময় স্কুল থেকে পুরানো টার্মিনাল ভবনের সামনে পর্যন্ত রাস্তায় কোনও যানবাহন না পার্কিং করার জন্য সিদ্ধান্ত হয়। পরিবহণমন্ত্রী শ্রী চৌধুরী বিমানবন্দরের এই সব ব্যবস্থা খতিয়ে দেখতে মাঝে মধ্যেই আচকমা বিমানবন্দর ভিজিট করবেন বলেও জানান। এ দিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, টিআরটিসির চেয়ারম্যান অভিজিৎ দেব, বিমানবন্দর অধিকর্তা কৈলাস চন্দ্র মীনা, অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত, পুলিশ সুপার কিরণ কুমার কে, ট্রাফিক সুপার মানিক দাস, বিমানবন্দর সিআইএসএফ আধিকারিক, অটো ও মারুতি গাড়ি সংগঠনের প্রতিনিধিগণ প্রমুখ ৷

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

4 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

11 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

13 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

13 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

13 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

14 hours ago