দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || বুধবার বিকেলে খোয়াই বাচাইবাড়ী এলাকায় এক অটো চালককে পিটিয়ে রক্তাক্ত করা হয়। ঘটনাট প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এতে ২০৮ নং জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে রাস্তার দুদিকে যাত্রীবাহী শতশত গাড়ী। ঘটনার খবর পেয়ে চেরমা, সিঙ্গিছড়া, বড় বাগাই, জাম্বুরা ইত্যাদি স্থানে স্থানীয় পুলিশ এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ছুটে আসে।
চেরমা এলাকার ক্ষুব্দ মানুষজন অভিযোগ তোলেন, যখনই কোন শ্রমিক গাড়ি নিয়ে এডিসি এলাকায় গিয়ে দুর্ঘটনায় পড়ছে, তখনই ওই এলাকার যুবকরা গাড়ির চালককে ধরে প্রচন্ড মারধর করছে এবং গাড়ি পুরিয়ে দিচ্ছে। ক্রমান্বয়ে খোয়াই মহকুমার সর্বত্র এই ধরনের হিংসাত্মক ঘটনায় দুই জাতি গোষ্ঠীর সম্পর্কের মধ্যে ফাটল ধরাচ্ছে তারা। শান্ত ত্রিপুরাকে অশান্ত করতে এই ধরনের ঘটনা নিয়ে এলাকার মানুষজন প্রচন্ড ক্ষোভ প্রকাশ করছেন। অবিলম্বে এই সমস্ত ঘটনাগুলো বন্ধের দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করে। গত বুধবার বিকেলে তাপস নমঃ দাস নামে যে অটো চালককে প্রকাশ্যে মারধর করা হয়, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চাম্পাহাওর থানার পুলিশও। পুলিশের সামনেই অটো চালককে মারধোর করা হয়েছে। অথচ পুলিশ ছিল নীরব ভূমিকায়। বৃহস্পতিবার জায়গায় বিক্ষোভ শুরু হতেই খোয়াই থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে ছুটে যায় এবং চব্বিশ ঘন্টার মধ্যেই দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ প্রশমিত হয়। এখন দেখার, পুলিশ প্রতিশ্রুতি রক্ষা করতে পারে কিনা?
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…