দৈনিক সংবাদ অনলাইন।। খোয়াইয়ে স্বপনপুরি নামে একটি অতিথি নিবাসে জনৈক টি এস আর জওয়ানের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা সোমবার বিকেলে খোয়াই শহরের টি কে ডি কে রোডের পুর পরিষদ পরিচালিত স্বপনপুরী অতিথি নিবাসে। এস বাবু নামে টি এস আর ষষ্ঠ বাহিনীতে কর্মরত ওই জওয়ানের মৃতদেহ অতিথি নিবাসের একটি রুম থেকে উদ্ধার হয়। তার বাড়ি তামিলনাড়ুতে। বাড়ী থেকে শারদোৎসবের ছুটি কাটিয়ে রবিবার খোয়াই আসেন।রাত্রিযাপন করেন শহরের স্বপনপুরী অতিথি নিবাসে।সোমবার রামচন্দ্রঘাটে টি এস আর ষষ্ঠ বাহিনীর সদর দপ্তরে কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিলো ।
কিন্তু এদিন বিকেলেই অতিথি নিবাসে তার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যথারীতি তদন্ত শুরু করে। আগরতলা থেকে ফরেনসিক টীমের কর্মীরাও আসে। ততক্ষণ পুলিশ অতিথি নিবাসে কাউকে ঢুকতে দেয়নি। টি এস আর ষষ্ঠ বাহিনীর সদর দপ্তর রামচন্দ্রঘাটেও খবর পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো।রহস্যাবৃত।
যতটুকু জানাগেছে, সোমবার বিকেল চারটায় তার অতিথি নিবাস ছেড়ে দেওয়ার কথা ছিলো। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পর অতিথি নিবাসের কর্মীরা তাঁকে ডাকতে যায়। গিয়ে দেখে সে বিছানায় শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে। ডাকা ডাকি করলেও সারা পাওয়া যায়নি। মৃতদেহের পাশে একটি ছোট ওষুধের বোতল পরে রয়েছে। কিসের বোতল, তা অবশ্য জানা যায়নি।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…