অদ্বৈত মল্লবর্মণ এর জন্মবার্ষিকী পালিত।।।

 অদ্বৈত মল্লবর্মণ এর জন্মবার্ষিকী পালিত।।।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অদ্বৈত মল্লবর্মণ ১জানুয়ারি, ১৯১৪ সালে বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন।তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক।”তিতাস একটি নদীর নাম” উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে স্বীকৃতি লাভ করেন।স্বল্পকালীন জীবনে অদ্বৈত মল্লবর্মণ বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করে গেছেন। এছাড়াও তিনি বহু শিশুপাঠ্য কবিতাও রচনা করেছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা বেরোলেও চল্লিশের দশকে মানিক বন্দ্যোপাধ্যায় প্রমূখের পাশাপাশি বুদ্ধদেব বসু সম্পাদিত ‘এক পয়সায় একটি’ গ্রন্থ সিরিজ আকারে লিখে তিনি বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।১৬ এপ্রিল, ১৯৫১ সালে মাত্র ৩৭ বছর বয়সে তিনি প্রয়াত হন। আজ তাঁর ১১০ তম জন্মবার্ষিকী। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বরেণ্য সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক, রাজ্য সম্পাদক সুদান দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.