অধিকার আদায়ে বন্ধের পথে হাঁটবে তিপ্রাসা।

 অধিকার আদায়ে বন্ধের পথে হাঁটবে তিপ্রাসা।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-শীঘ্রই এক দিনের বন্ধের পথে হাঁটছে তিপ্রা মথা। শুক্রবার রাজধানী আগরতলা থেকে এই বার্তা দেন প্রাক্তন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দের সাথে নিয়ে তিনি বলেন, তিপ্রাসাদের অধিকার আদায়ের লক্ষ্যেই এই আন্দোলনে নামছে তারা। তিনি বলেন, কেন্দ্র তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের এই দাবির ব্যাপারে যথেষ্টই ইতিবাচক সাড়া দিয়েছেন।

তথাপি সরকারকে চাপে রাখতে আন্দোলনমুখী হতে হচ্ছে তাদের। এই আন্দোলনে আমরা তিপ্রাসা জনগণের সমর্থন চাই। এক দিনের বধের কথা জানালেও প্রাক্তন মথা সুপ্রিমো এ দিন জানালেন না কবে, কোথায় কিংবা বন্ধ সম্বন্ধীয় অন্য কোনও প্রশ্নের জবাব। তবে তার কথায়, সাংবাদিকদের ডেকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত। সরকারের উদ্দেশে তিনি বলেন, যারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছে তারা জানে না যে তিপ্রাসাদের উন্নয়ন ছাড়া তা কখনওই সম্ভব নয়। তিপ্রাসাদের উদ্দেশে বললেন, পরবর্তী প্রজন্ম নিয়ে যারা শঙ্কিত কেন্দ্রকে একজোট হয়ে বোঝাতে হবে তা। তবে এর আগে আপনার অধিকার আদায়ে আপনাকেও তিপ্রাসাদের সাথে এক হয়ে সমসুরে আওয়াজ তুলতে হবে কেন্দ্রে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.