অধ্যাপক সংকট চরমে কলেজগুলোতে!
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন যাবত অধ্যাপক সংকটে ধুকছে কলেজগুলো, অধ্যাপক নিয়োগ হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ ফেকাল্টি নেই কলেজগুলোতে। শিক্ষক স্বল্পতা দূর করার জন্য গেস্ট লেকচারার নিয়োগ করা হলেও তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। তাই এই সমস্যাগুলো নিরসনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ত্রিপুরা রবীন্দ্র পরিষদে ‘অল ত্রিপুরা গেস্ট লেকচারার্স এসোসিয়েশন ও ত্রিপুরা নেট-স্লেট-পিএইচডি ফোরামের পক্ষ থেকে। অতিসত্বর এই দাবিগুলো পূরণ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অল ত্রিপুরা নেট-স্লেট-পিএইচডি ফোরামের সাধারণ সম্পাদক সুমন আলি।