অনলাইনে প্রেমের ফাঁদ, চিনের ‘প্রেমিক সিন্ডিকেট’ ধরল ইন্দোনেশিয়া।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইনে,বিভিন্ন ভুয়ো ওয়েবসাইট খুলে সম্পন্ন ঘরের শুধু মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে, তার পরে হাত বাড়াত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখানেই শেষ নয়।সর্বশেষে নারী পাচার! প্রেমের মোড়কে এমন প্রতারণা চক্রটি চলত চিন থেকে।কিন্তু তাদের নিশানা
ছিল, ইন্দোনেশিয়ার মহিলারা। তবে শেষ রক্ষা হল না। সম্প্রতি চিনের আন্তঃসীমান্ত টেলিফোন ও অনলাইন প্রেমিক সিন্ডিকেটের ৮৮
জন অভিযুক্তকে গ্রেফতার করে ইন্দোনেশিয়ার পুলিশ। চিনের নিরাপত্তা মন্ত্ৰক থেকে অনুমতি পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছে। ইন্দোনেশিয়ার রিয়াউ দ্বীপপুঞ্জের পুলিশের মুখপাত্র জাহওয়ানি পাদ্ৰা আরশাদ বলেন, সিঙ্গাপুরের পাশে বাটাম দ্বীপে পাঁচ নারীসহ সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। তারা একটি শিল্প পার্কের দোকানঘর আর বাণিজ্যিক ও কমপ্লেক্স থেকে তাদের নেটওয়ার্ক চালাত। প্রতারণায় তাদের মূল মাধ্যম ছিল মোবাইল ফোন ও অনলাইন ভিডিয়ো গেম। আরশাদ আরও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গত বছরের শুরু থেকে এ ধরনের কাজ শুরু করেছে ওই সিন্ডিকেট। তবে তারা ভুয়া প্রেমের ফাঁদে ঠিক কত টাকা সংগ্রহ করেছে তা এখনও স্পষ্ট নয়। সিন্ডিকেটের সদস্যরা জানুয়ারী থেকে পর্যটন ভিসা ব্যবহার করে তিন মাসের জন্য চিন থেকে ইন্দোনেশিয়ায় এসেছিল বলে আরশাদ জানান। চিন এই নেটওয়ার্কের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ করার পরে তারা ইন্দোনেশিয়ায় এসে অপরাধ সংগঠিত করত। তারা সকলে ভুয়ো প্রোফাইল তৈরি করে প্রেমের ফাঁদ পাতত। ব্যবহার করত অন্য কোনও ব্যক্তির ছবি। বিশ্বাসযোগ্য প্রেমের সম্পর্ক তৈরি করে চাইত প্রথমে।প্রেমের জালে ফাঁসিয়ে, মূলত জরুরি চিকিৎসার নামে টাকা চেয়ে অনুনয় করত। ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানান আরশাদ। সন্দেহভাজনদের মধ্যে স্থানীয় কোনও নাগরিক আছে কিনা খুঁজে দেখা হচ্ছে। যদি কেউ না থাকে সেক্ষেত্রে অবিলম্বে ধৃতদের দেশ থেকে বিতাড়িত করা হবে। এ ব্যাপারে একযোগে কাজ করছে ইন্দোনেশিয়া পুলিশ ও চিনের জননিরাপত্তা মন্ত্রক। এর আগে টেলিফোন জালিয়াতি ও অনলাইন বিনিয়োগ কেলেঙ্কারি সিন্ডিকেটের সঙ্গে জড়িত চিন ও তাইওয়ানের ৪১৯ জন নাগরিককে ২০১৭ সালে গ্রেফতার করেছিল ইন্দোনেশিয়া। ২০১৯ সালে ইন্দোনেশিয়ার পুলিশ একই ধরনের মামলায় ৮৫ জন চিনা নাগরিককে গ্রেফতার করে। ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, সমস্যাটা শুধু তাদের দেশের নয়, বরং গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

12 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

19 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

21 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

21 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

21 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

22 hours ago