Categories: দেশ

অনলাইন গেমিং এবং ডেটিং ওয়েবসাইটগুলির নিয়ন্ত্রণে আইন আনছে কেন্দ্র

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন গেমের জন্য প্রয়োজন একটি নিয়ন্ত্রক সংস্থা। দক্ষতা বা সুযোগের ভিত্তিতে
অনলাইন গেমগুলিকে শ্রেণিবদ্ধ করার জন্য একটি সরকারি সংস্থার মাধ্যমে নিয়ন্ত্রণের কথা জানাল কেন্দ্রীয় প্যানেল। সম্প্রতি এক সংবাদ সংস্থায় প্রকাশিত রিপোর্টে এই খবর সামনে এসেছে। নিষিদ্ধ ফরম্যাটগুলিকে ব্লক
করার নিয়ম ফিরিয়ে আনা এবং জুয়া খেলা আর ডেটিং ওয়েবসাইটগুলিতে কঠোর অবস্থান নেওয়া উচিত বলে এই প্যানেল সুপারিশ করেছে বলে জানানো হয়েছে রিপোর্টে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ আধিকারিকদের প্যানেল কয়েক মাস ধরে ‘ড্রিম-১১’-এর মতো দেশের অনলাইন গেমিং
সেক্টরের জন্য নিয়মের খসড়া তৈরি করছে।
দেশে অনলাইন গেমিং এবং ডেটিং ওয়েবসাইটগুলির ভবিষ্যৎ নির্ধারণ করতে এই উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট সকলের মতামতও নিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি কর
বিশেষজ্ঞদের থেকেও মতামত নেওয়া হচ্ছে। মূলত, ভারতে লকডাউন পরবর্তী সময়ে অনলাইন গেমিংয়ের ব্যবসা ৩৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এই খসড়া তৈরি করা হচ্ছে। যা আগামী দিনে বিল আকারে আসতে পারে।
এই দুই ওয়েবসাইটগুলির খপ্পরে পড়ে হাজার হাজার টাকা যেমন খোয়া যাচ্ছে তেমনই মানহানির মতো ঘটনাও ঘটছে। গবেষণা সংস্থা রেডসিয়ার অনুমান বলছে, ২০২৬ সালের মধ্যে গেমিং ব্যবসার মূল্য হতে পারে
সাত’শো কোটি ডলার। আগামী দিনে এই অনলাইন গেমগুলি রিয়েল-মানি গেমের গুরুত্ব পাবে। এই ব্যবসা দ্রুত বৃদ্ধির কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতে গেমিংয়ে প্রচুর বিনিয়োগ করছে। এই প্রসঙ্গে
গত বছর একটি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যেখানে বলা হয়েছে, কার্ড গেম রামি ও কিছু ফ্যান্টাসি গেম দক্ষতার ওপর নির্ভর করে আইনি বৈধতা দেওয়া যেতে পারে। তবে ডেটিং ওয়েবসাইটগুলিকে পুরোপুরি নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে। অনেক রাজ্যের হাইকোর্টপোকারের মতো গেম সম্পর্কেও ভিন্ন মতামত দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও
তথ্যপ্রযুক্তি মন্ত্রক বর্তমানে এই নিয়মনীতির খসড়া তৈরি করছে। রয়টার্সের সূত্রে পাওয়া খবর, এই গেমগুলি নিষিদ্ধ করার অধিকার
রাজ্য সরকারগুলিকে দেওয়া হতে পারে। মন্ত্রকের তরফে নয়া একটি প্রস্তাবে বলা হয়েছে, অনলাইন গেমিং সংস্থাগুলিকে গ্রাহকদের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক করতে হবে। ওই প্রস্তাবে আরও বলা হয়েছে যে, অনলাইন গেম এবং গেমিং সংস্থাগুলির জন্য একটি সেল্ফ রেগুলেটরি অর্গ্যানাইজ়েশন থাকা উচিত। এছাড়াও গেমিং সংস্থাগুলির ভারতে একটি নির্দিষ্ট অফিস ঠিকানা থাকা উচিত, যেখানে একজন নোডাল অফিসারকে থাকতে হবে। এই প্রসঙ্গে আইটি ও ইলেকট্রনিক্স মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, ‘এই নিয়ম জারি করা হবে মূলত বেটিং সম্পর্কিত গেমগুলি নিয়ন্ত্রণ করার জন্য। যে কোনও
খেলায় এবার থেকে বাজি ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে। সেল্ফ রেগুলেটরি অর্গ্যানাইজ়েশনের কাজ হবে, কোনও গেম অনুমোদিত কি না, তা নির্ধারণ করা।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

10 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

10 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

10 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

10 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

10 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

10 hours ago