অনলাইন পরীক্ষার সমস্ত প্রস্তুতি রেখেই ফের করোনা মোকাবিলায় নামল দেশ
বছর শেষে ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা।
নতুন উপরূপ ‘বিএফ.৭’-এর দাপটেচিনে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। প্রধানমন্ত্রীর ৯৬তম
‘মন কী বাত’ বছর শেষে করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। খোদ প্রধানমন্ত্রী
আমজনতাকে মাস্ক পরতে, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত ধোওয়ার
পরামর্শদিলেন। বার্তা দিলেন সতর্ক থাকার।
তার মধ্যেই জানা গেল, চিন থেকে সম্প্রতি ভারতে ফিরে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ বছরের এক ব্যক্তি। আগ্রার বাসিন্দা ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নিভৃতবাসে রয়েছেন। তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে, তিনি ‘বিএফ.৭’-এ আক্রান্ত কিনা। তবে কোনও ঝুঁকি না নিয়ে
দ্রুত ওই ব্যক্তির বাড়ি সিল করেছে প্রশাসন। আগ্রার চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ডাঃ এ কে শ্রীবাস্তব জানিয়েছেন, কে কে ওই যুবকের সংস্পর্শে এসেছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে। এখনও পর্যন্ত ৪ জনের শরীরে উপরূপের হদিশ মিলেছে। তাদের মধ্যে দু’জন ওড়িশা ও দু’জন গুজরাতের। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের আর একমাসও হাতে নেই। তার আগে জোরকদমে চলছে সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি। প্রধান অতিথি মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ অল-সিসি। কুচকাওয়াজের প্রস্তুতিও চলছে পুরোদমে।তৈরি হয়ে গিয়েছে কোন কোন রাজ্যের ট্যাবলো অংশ নেবে তার তালিকা। সেদিন রাজপথ অধুনা কর্তব্যপথের কুচকাওয়াজে কোন কোন শিল্পী অংশ নেবেন, সেই তালিকাও প্রায় তৈরি। বিএসএফ-এর উটবাহিনীতে থাকবে মহিলা বিএসএফ আধিকারিকদের দলও। অনুষ্ঠান বন্ধ নিয়ে কোনও ভাবনাচিন্তা না করলেও আসন্ন পরীক্ষার ভবিষ্যৎ কী, সেই প্রশ্ন ঘুরছে শিক্ষামন্ত্রকে। রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, ‘সাধারণ নিয়মেই পরীক্ষা হবে, নাকি অনলাইন – এই নিয়ে এখনই মন্তব্য করার জায়গা নেই। তবে গোটা পরিস্থিতির উপর মন্ত্রক কড়া নজর রাখছে, অবস্থা বুঝে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।’ শুক্রবার থেকেই ন্যাজাল ভ্যাকসিন দেওয়া শুরু করেছে কেন্দ্র। কারণ ইতিমধ্যেই বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই এই ভ্যাকসিনকে যুক্ত করা হয়েছে ‘কো-উইন’ অ্যাপে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, প্রাথমিকভাবে বেসরকারি হাসপাতালে মিলবে এই টিকা। আপাতত বুস্টার হিসাবেই ভারত বায়োটেকের এই টিকা প্রয়োগ করা হবে। ১৮ ঊর্ধ্বদের এই টিকা দেওয়া হবে বলেও খবর। তবে খুব শীঘ্রই প্রতিষেধকের দাম স্থির করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।