যে কোনও টুর্নামেন্ট শুরু করলে তার শেষও করতে হয় । এটাই নিয়ম । কিন্তু টিসিএর বর্তমান কমিটিতে যারা আছেন তারা হয়তো এ ব্যাপারটা ভুলেই যাচ্ছেন । শুধু যে টিসিএর অ্যাপেক্স কাউন্সিল কমিটি ভুলে গেছে তাও কিন্তু নয় । একই ব্যাপার টিসিএর তথাকথিত উপদেষ্টা টুর্নামেন্ট কমিটিরও । প্রসঙ্গত , রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেট , সদর ও কয়েকটি মহকুমার স্কুল ক্রিকেট বেশ ধুমধামের সঙ্গেই সম্পন্ন হয় । কিন্তু মহকুমাভিত্তিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট করার পর সেটি জোনাল ও পরে রাজ্যভিত্তিক করারও কথা ছিল । কিন্তু সদর সহ কয়েকটি মহকুমার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয় । এরপর রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থা চুপচাপ । স্কুল ক্রিকেট ( ২০২২-২৩ ) টুর্নামেন্টও স্বাভাবিক কারণে বন্ধ হয়ে গেল । অথচ সদর সহ মহকুমাগুলি তাদের উদ্যোগে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন করে । সবাই যখন স্কুল ক্রিকেটের জোনাল মিটে অংশগ্রহণের জন্য অপেক্ষায় তখন টিসিএ স্কুল ক্রিকেট করা নিয়ে নীরবতা পালন করছে অবশ্য যে কোনও টুর্নামেন্ট করার জন্যই সঠিক পরিকল্পনা মহল থেকে প্রাক্তন ক্রিকেটার , কোচ সবার নাকি মনে হচ্ছে রাজ্য ক্রিকেট সংস্থায় কোনও কিছুই সঠিক পরিকল্পনায় এগোচ্ছে না । এক সূত্রে প্রকাশ , রাজ্যভিত্তিক স্কুল ক্রিকেট না করেই এখন উপদেষ্টা টুর্নামেন্ট কমিটি নাকি অনূর্ধ্ব ১৯ – এর প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার জন্য উদ্যোগী হচ্ছে । মহকুমাস্তরে হবে অনূর্ধ্ব ১৯ – এর এই ট্রায়াল ক্যাম্প ।
যেখান থেকে প্রতিভাবান প্লেয়ার বাছাই করে আনার জন্য স্পটারও পাঠানো হবে । কিন্তু স্কুল ক্রিকেটের রাজ্য আসর অর্ধসমাপ্ত রেখে কেন অন্য একটি ক্যাম্প করার উদ্যোগ নিতে হচ্ছে ? এ প্রশ্ন শুধু সদরের চ্যাম্পিয়ন স্কুল কর্তৃপক্ষেরই নয় , মহকুমাগুলির চ্যাম্পিয়ন দলগুলিরও ওই একই প্রশ্ন । এদিকে , রাজ্যভিত্তিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু না করার পেছনে টুর্নামেন্ট কমিটি অন্য গল্পই বলছে ।
তাদের বক্তব্য বৃষ্টির জন্য কিভাবে খেলা হবে । বেশিরভাগ মহকুমার উইকেট ও মাঠ খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য । বৃষ্টির জন্য মাঠ সংস্কার পর্যন্ত নাকি করতে পারছে না । এ অবস্থায় কিভাবে হবে রাজ্যভিত্তিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট । উল্টো এই প্রশ্নও ছুড়ে দিচ্ছেন টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা । কিন্তু তাদের এই বক্তব্যে প্রাক্তন ক্রিকেটাররাও বেজায় অবাক । প্রাক্তন ক্রিকেটারদের মতে , সময়ের কাজ সময়ে না করার তাদের ওই দুর্বলতার জন্যই রাজ্য স্কুল ক্রিকেট টুর্নামেন্টটি মাঝপথে ঝুলে গেলো ।
প্রাক্তনদের বক্তব্য , এখন যদি বোর্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্ট করতে চায় তাহলে টিসিএ কী করবে ? বোর্ড তো জানবে টিসিএ তার ঘরোয়া রাজ্যভিত্তিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শেষ করতে পারেনি । তবে শুধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টই নয় , টিসি এর বর্তমান কমিটি ঘরোয়া ক্লাব ক্রিকেট পর্যন্ত করতে পারেনি । গত তিন বছর ধরে ঘরোয়া ক্লাব ক্রিকেট বন্ধ । অভিভাবকহীন টিসিএর বর্তমান কমিটির কার্যকালের মেয়াদও প্রায় শেষের পথে । বড়জোর তিন কি চার মাস বাকি । সভাপতির পদত্যাগের পর নতুন সভাপতি এখন পায়নি রাজ্য ক্রিকেট সংস্থা । একইভাবে নির্বাচিত সচিব থাকা সত্ত্বেও তাকে তার সাংবিধানিক কাজ করতে দেওয়া হচ্ছে না । এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বর্তমান অ্যাপেক্স কাউন্সিল সচিবকে কাজ করতে বাধা দিচ্ছে । এখন এক অস্থির তথা অচলাবস্থা চলছে রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থায় ।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…