অনিশ্চয়তার মুখে রাজ্যভিত্তিক স্কুল ক্রিকেট

এই খবর শেয়ার করুন (Share this news)

যে কোনও টুর্নামেন্ট শুরু করলে তার শেষও করতে হয় । এটাই নিয়ম । কিন্তু টিসিএর বর্তমান কমিটিতে যারা আছেন তারা হয়তো এ ব্যাপারটা ভুলেই যাচ্ছেন । শুধু যে টিসিএর অ্যাপেক্স কাউন্সিল কমিটি ভুলে গেছে তাও কিন্তু নয় । একই ব্যাপার টিসিএর তথাকথিত উপদেষ্টা টুর্নামেন্ট কমিটিরও । প্রসঙ্গত , রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেট , সদর ও কয়েকটি মহকুমার স্কুল ক্রিকেট বেশ ধুমধামের সঙ্গেই সম্পন্ন হয় । কিন্তু মহকুমাভিত্তিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট করার পর সেটি জোনাল ও পরে রাজ্যভিত্তিক করারও কথা ছিল । কিন্তু সদর সহ কয়েকটি মহকুমার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয় । এরপর রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থা চুপচাপ । স্কুল ক্রিকেট ( ২০২২-২৩ ) টুর্নামেন্টও স্বাভাবিক কারণে বন্ধ হয়ে গেল । অথচ সদর সহ মহকুমাগুলি তাদের উদ্যোগে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন করে । সবাই যখন স্কুল ক্রিকেটের জোনাল মিটে অংশগ্রহণের জন্য অপেক্ষায় তখন টিসিএ স্কুল ক্রিকেট করা নিয়ে নীরবতা পালন করছে অবশ্য যে কোনও টুর্নামেন্ট করার জন্যই সঠিক পরিকল্পনা মহল থেকে প্রাক্তন ক্রিকেটার , কোচ সবার নাকি মনে হচ্ছে রাজ্য ক্রিকেট সংস্থায় কোনও কিছুই সঠিক পরিকল্পনায় এগোচ্ছে না । এক সূত্রে প্রকাশ , রাজ্যভিত্তিক স্কুল ক্রিকেট না করেই এখন উপদেষ্টা টুর্নামেন্ট কমিটি নাকি অনূর্ধ্ব ১৯ – এর প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার জন্য উদ্যোগী হচ্ছে । মহকুমাস্তরে হবে অনূর্ধ্ব ১৯ – এর এই ট্রায়াল ক্যাম্প ।

যেখান থেকে প্রতিভাবান প্লেয়ার বাছাই করে আনার জন্য স্পটারও পাঠানো হবে । কিন্তু স্কুল ক্রিকেটের রাজ্য আসর অর্ধসমাপ্ত রেখে কেন অন্য একটি ক্যাম্প করার উদ্যোগ নিতে হচ্ছে ? এ প্রশ্ন শুধু সদরের চ্যাম্পিয়ন স্কুল কর্তৃপক্ষেরই নয় , মহকুমাগুলির চ্যাম্পিয়ন দলগুলিরও ওই একই প্রশ্ন । এদিকে , রাজ্যভিত্তিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু না করার পেছনে টুর্নামেন্ট কমিটি অন্য গল্পই বলছে ।
তাদের বক্তব্য বৃষ্টির জন্য কিভাবে খেলা হবে । বেশিরভাগ মহকুমার উইকেট ও মাঠ খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য । বৃষ্টির জন্য মাঠ সংস্কার পর্যন্ত নাকি করতে পারছে না । এ অবস্থায় কিভাবে হবে রাজ্যভিত্তিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট । উল্টো এই প্রশ্নও ছুড়ে দিচ্ছেন টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা । কিন্তু তাদের এই বক্তব্যে প্রাক্তন ক্রিকেটাররাও বেজায় অবাক । প্রাক্তন ক্রিকেটারদের মতে , সময়ের কাজ সময়ে না করার তাদের ওই দুর্বলতার জন্যই রাজ্য স্কুল ক্রিকেট টুর্নামেন্টটি মাঝপথে ঝুলে গেলো ।
প্রাক্তনদের বক্তব্য , এখন যদি বোর্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্ট করতে চায় তাহলে টিসিএ কী করবে ? বোর্ড তো জানবে টিসিএ তার ঘরোয়া রাজ্যভিত্তিক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শেষ করতে পারেনি । তবে শুধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টই নয় , টিসি এর বর্তমান কমিটি ঘরোয়া ক্লাব ক্রিকেট পর্যন্ত করতে পারেনি । গত তিন বছর ধরে ঘরোয়া ক্লাব ক্রিকেট বন্ধ । অভিভাবকহীন টিসিএর বর্তমান কমিটির কার্যকালের মেয়াদও প্রায় শেষের পথে । বড়জোর তিন কি চার মাস বাকি । সভাপতির পদত্যাগের পর নতুন সভাপতি এখন পায়নি রাজ্য ক্রিকেট সংস্থা । একইভাবে নির্বাচিত সচিব থাকা সত্ত্বেও তাকে তার সাংবিধানিক কাজ করতে দেওয়া হচ্ছে না । এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বর্তমান অ্যাপেক্স কাউন্সিল সচিবকে কাজ করতে বাধা দিচ্ছে । এখন এক অস্থির তথা অচলাবস্থা চলছে রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থায় ।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

3 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

3 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

3 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

3 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago