অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে না – জানালো সরকার!!

 অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে না – জানালো সরকার!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে না। এক নোটিফিকেশন জারি করে ফের একথা জানিয়ে দিয়েছে প্রশাসন। যদিও বামফ্রন্ট সরকারের সময়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারী হিসেবে দশ বছর চাকরি করলেই স্বাভাবিকভাবেই নিয়মিত হয়ে যেতেন অনিয়মিত কর্মচারীরা। ২০১৮ সালে বিজেপি ভিশন ডকুমেন্টে রাজ্যের সকল শ্রেণীর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। ২০১৮ সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কোনও উদ্যোগই নেয়নি। উল্টো বামফ্রন্ট সরকারের সময়ের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রক্রিয়াই বন্ধ করে দেয়। শুধু তাই নয় বামফ্রন্ট সরকারের সময়ে বছর বছর অনিয়মিত কর্মচারীদের বেতন বৃদ্ধি, ডিএ প্রদান সহ বিভিন্ন আর্থিক সুযোগ দেওয়া হতো তাও ২০১৮ সালে ক্ষমতায় এসে বন্ধ করে দেয় বিজেপি সরকার। এতে হাজার হাজার অনিয়মিত কর্মচারীর জীবন ও ভবিষ্যৎ নিশ্চিত হয়ে পড়ে। অনিয়মিত কর্মচারী হিসেবে বছর বছর অবসরে যাচ্ছেন কর্মচারীরা। সারা জীবন চাকরি করেও বিজেপি সরকারের নেতিবাচক ও কর্মচারী স্বার্থ বিরোধী সিদ্ধান্তের কারণে অবসরে গিয়েও অবসরকালীন পেনশন, গ্র্যাচুয়িটি, জমানো ছুটিছাটা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন। বিজেপি সরকারের এ ধরনের নেতিবাচক ও কর্মচারী স্বার্থ বিরোধী ভূমিকায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের মধ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রতিশ্রুতি ভঙ্গ ও বঞ্চনার কারণে সরকার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন অনিয়মিত কর্মচারীরা। নিয়মিতকরণ বন্ধ রাখার পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের তেমন বেতনও বাড়াচ্ছে না রাজ সরকার। এদিকে ২৫ জুলাই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে
No.F2(1-CL)MS/Estt-III/2010 (Sub-4) সেহা মূলে জানিয়ে দেও হয় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকল্পে কর্মরত বিভিন্ন পদে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে না। একই ধরনের নোটিফিকেশন বিডি দপ্তর থেকে বের হতে শুরু কর রাজ্যব্যাপী অনিয়মিত কর্মচারীদে মধ্যে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। উল্লেখ্য রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়কালে অনিয়মিত কর্মচারী হিসেবে দশ বা চাকরি করার পর ‘সবকটি দপ্তর সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়োগ করতো। এতে কর্মচারীরা চাকরি জীবনে অবসরে গিয়ে যাবতীয় সুযোগ সুবিধা পেতেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.