Categories: খেলা

অনুর্ধ্ব ২৩ ক্রিকেটের ট্রায়াল ক্যাম্পে সেন্টু সহ ডাকা হলো ৪২জনকে।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সিনিয়র পুরুষ ক্রিকেটারদের পর এবার অনূর্ধ্ব ২৩ পুরুষ দলের ক্রিকেটারদের ট্রায়াল ক্যাম্পে ডাকা হলো। অনূর্ধ্ব ২৩ ক্রিকেটের ট্রায়াল ক্যাম্পের ৪২ জন ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করলেন টিসিএ সেক্রেটারি ইন চার্জ জয়ন্ত দে। এই ৪২ জন ক্রিকেটারের মধ্যে সেন্টু সরকারের নামও রাখা হয়েছে। যাকে নিয়ে ক্রিকেট মহলে ইদানীং আলোচনা, সমলোচনা চলছিল সেই সেন্টুকে ২৩ দলের ট্রায়াল ক্যাম্পে রাখেন নির্বাচকরা। তবে দীপক ক্ষত্রির বিষয়টি এখনও ঝুলে রইল।এদিকে, পুরুষ সিনিয়র দলের ৫০ জন, অনূর্ধ্ব ১৫দের ৩২ জন এবার অনূর্ধ্ব ২৩ ট্রায়াল ক্যাম্পে ৪২ জনকে ডাকা হলো। মাঠ বলতে এক এমবিবি স্টেডিয়াম। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এক মাঠে ১০০ জনের উপর ক্রিকেটারের প্র্যাকটিস করা কীভাবে সম্ভব হবে। ভরসা তো ইণ্ডোর হল আর লেকের দিকে প্র্যাকটিস শেড হলটি। মাঝমাঠে ২২ গজে হয়ত নেট প্র্যাকটিস করা সম্ভব নাও হতে পারে। তাহলে কী হবে? এদিকে রঞ্জি অধিনায়ক ঋদ্ধিমান সাহা গতকালই সিনিয়রদের ক্যাম্পে জয়েন করেন। অনূর্ধ্ব ২৩ ট্রায়াল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী ২৭ আগষ্ট বিকাল চারটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। অনূর্ধ্ব ২৩-এর চিফ কোচ রশ্মিরঞ্জন পরিদা,কোচ লিয়াকত আলি খান, বিক্রমজিৎ পাল, রাসু দেব দত্ত, ফিজিও সুহাগ চন্দ্র সাহা, রাজেন চৌধুরী, ট্রেনার রাকেশ প্যাটেল ও অচিন্ত্য চক্রবর্তী। তবে ক্রিকেট মহলের প্রশ্ন এত ক্রিকেটার এক মাঠে কীভাবে প্র্যাকটিস করবে। তবে এটাও ঠিক, নেট প্র্যাকটিস কিংবা কণ্ডিশনিং, জিম করা সম্ভব হলেও প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব নাও হতে পারে। অবশ্য যদি মেলাঘরে কিংবা ধর্মনগরে প্রস্তুতি ম্যাচ করার ব্যবস্থা করা হয় তাহলেই প্রস্তুতি ম্যাচ খেলানো সম্ভব হবে। অনূর্ধ্ব ২৩ ট্রায়াল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো শ্রীদাম পাল, সেন্টু সরকার, কিষান মুড়াসিং, ঋতুরাজ দেবনাথ, স্বরাব সাহানি, সাহিল সুলতান, সন্দীপ সরকার, ইন্দ্রজিৎ দেবনাথ, কাজল সূত্রধর, অমিত আলি, পারভেজ সুলতান, আনন্দ ভৌমিক, চন্দন রায়, দীপ্তনু চক্রবর্তী, দীপজয় দেব, রাজদীপ দত্ত, তন্ময় দাস, তন্ময় ঘোষ, সৌরভ দাস, রিয়াজ উদ্দিন, বিজয় বিশ্বাস, অরিন্দম বর্মণ, অভিজিৎ দেববর্মা, প্রলয় দাস, দুর্লভ রায়, দেবরাজ দে, শুভম সূত্রধর, নবারুণ চক্রবর্তী, রিব্রজিৎ দাস, আবদুল কালাম, অর্কজিৎ দাস, আর্মান হোসেন, অণীক পাল, শ্রবণ গোস্বামী, করণ দে, শ্যামল বিশ্বাস, দীপেন বিশ্বাস, রোহিত ঘোষ, ঋতুরাজ ঘোষ রায়, শচীন শর্মা, সাহেল দেববর্মা ও সৌরভ কর। এদিকে শ্রীদাম পাল, পারভেজ সুলতান, অমিত আলিদের নাম সিনিয়র ও অনূর্ধ্ব ২৩ দুই ক্যাম্পেই রয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

10 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

10 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

10 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

10 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago