অনূর্ধ্ব ১৫ ক্রিকেট: আজ ৭ টি ম্যাচ!!
অনলাইন প্রতিনিধি :-টিসিএর অনূর্ধ্ব ১৫ রাজ্যভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের সাতটি ম্যাচ আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে তেলিয়ামুড়া ও আমবাসা, রাণীরবাজার স্কুল মাঠে জিরানীয়া ও মোহনপুর, বিশালগড়ের জাঙ্গালিয়া স্কুল মাঠে সদর এ ও বিশালগড়, ধর্মনগরের কলেজ গ্রাউন্ড স্টেডিয়ামে লংতরাইভ্যালি ও কমলপুর, কৈলাসহরের আর কে আই স্কুল গ্রাউন্ডে ধর্মনগর ও গন্ডাছড়া, উদয়পুরের কেবিআই মাঠে উদয়পুর ও শান্তিরবাজার এবং উত্তর বিরোনীয়া স্কুল মাঠে সাক্রম ও অমরপুর লড়বে।এখন পর্যন্ত টুর্নামেন্টের ২১ টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে।সবকটি টিম একাধিক ম্যাচ খেলে নিয়েছে।সদর এ ও বি সহ কয়েকটি টিম জয়ের মধ্যেই রয়েছে।আবার এমন কয়েকটি টিম রয়েছে যারা জয়-পরাজয়ের মধ্যে রয়েছে। সদর- বি এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে।দুটো ম্যাচই জিতেছে তারা।একইভাবে সদর এ এই পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে এবং দুটোই জিতেছে।অন্যদিকে উদয়পুর টানা তিন ম্যাচ জিতে হ্যাটট্রিক করে নিয়েছে। এদিকে আমবাসা, বিলোনীয়া, জিরানিয়া, লংতরাইভ্যালি, ধর্মনগর, কমলপুর, শান্তিরবাজার এই টিমগুলো জয় পরাজয়ের মধ্যে রয়েছে।এর মধ্যে অমরপুর, খোয়াই ও সোনামুড়ার মতো টিম রয়েছে যারা একাধিক ম্যাচ খেলেও অজয়ের মুখ দেখতে পায়নি। যদিও সামনে লীগ পর্যায়ের আরও বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে।