অনলাইন প্রতিনিধি :-প্রত্যাশা মতো অনূর্ধ্ব ১৭ রাজ্যভিত্তিক স্কুল ফুটবলে দ্বিমুকুট লাভ করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। সকালে কুমারঘাটের গকুলনগর স্কুল মাঠে মেয়েদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-০ গোলের ব্যবধানে উত্তর জেলাকে হারায়।অপরদিকে বিকালে আগরতলায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ছেলেদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ১-০ গোলে ধলাই জেলাকে পরাস্ত করে।তাতে ছেলে ও মেয়ে উভয় বিভাগেই চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল। উমাকান্ত মাঠে ছেলেদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথথ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-০ গোলে সিপাহিজলা জেলাকে হারায়। ম্যাচে স্পোর্টস স্কুলের পক্ষে সমীর জমাতিয়া ও নাইসিং জমাতিয়া।অপর সেমিফাইনালে ধলাই জেলা ৩-১ গোলে খোয়াই জেলাকে হারায়।ধলাই জেলার হয়ে জগৎ সাধন জমাতিয়া,রিবার্ট হালাম ও দীপেন রূপিণী গোল তিনটি করেছে।
উল্টোদিকে খোয়াই জেলার হয়ে গোল করে আশিস দেববর্মা।বিকালে ফাইনালের জমজমাট ম্যাচে স্পোর্টস স্কুল ১-০ গোলে ধলাই জেলাকে হারায়।স্পোর্টস স্কুলের পক্ষে একমাত্র গোলটি করে অধীন জমাতিয়া।বিকালে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।চ্যাম্পিয়ন ও রানার্স উভয় টিমের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ। ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্মসচিব স্বপন সাহা ও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের দুই যুগ্ম সচিব অপু রায় ও নিখিল সাহা সহ প্রমুখ। অন্যদিকে, ঊনকোটি জেলার কুমারঘাটের গকুলনগর স্কুল মাঠে মেয়েদের অনূর্ধ্ব ১৭ রাজ্যভিত্তিক স্কুল ফুটবলের ফাইনালে ত্রিপুরা স্পো স্কুল ৪-০ গোলে উত্তর জেলাকে হারায়। জতীয় দলের হয়ে বিনিতা সিনহা দুটি এবং শ্রেয়া দেব ও কেয়া দেববর্মা একটি করে গোল করেন।
ছিলেন ক্রীড়া দপ্তরের দুই সহ অধিকর্তা অমিত কুমার যাদব ও বিভাবসু গোস্বামীও ছিলেন ক্রীড়া প্রশিক্ষক প্রণব অখণ্ড। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের হাতে ট্রফি তুলে দেন।
শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…
অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…