অনলাইন প্রতিনিধি :-প্রত্যাশা মতো অনূর্ধ্ব ১৭ রাজ্যভিত্তিক স্কুল ফুটবলে দ্বিমুকুট লাভ করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। সকালে কুমারঘাটের গকুলনগর স্কুল মাঠে মেয়েদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-০ গোলের ব্যবধানে উত্তর জেলাকে হারায়।অপরদিকে বিকালে আগরতলায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ছেলেদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ১-০ গোলে ধলাই জেলাকে পরাস্ত করে।তাতে ছেলে ও মেয়ে উভয় বিভাগেই চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল। উমাকান্ত মাঠে ছেলেদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথথ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-০ গোলে সিপাহিজলা জেলাকে হারায়। ম্যাচে স্পোর্টস স্কুলের পক্ষে সমীর জমাতিয়া ও নাইসিং জমাতিয়া।অপর সেমিফাইনালে ধলাই জেলা ৩-১ গোলে খোয়াই জেলাকে হারায়।ধলাই জেলার হয়ে জগৎ সাধন জমাতিয়া,রিবার্ট হালাম ও দীপেন রূপিণী গোল তিনটি করেছে।
উল্টোদিকে খোয়াই জেলার হয়ে গোল করে আশিস দেববর্মা।বিকালে ফাইনালের জমজমাট ম্যাচে স্পোর্টস স্কুল ১-০ গোলে ধলাই জেলাকে হারায়।স্পোর্টস স্কুলের পক্ষে একমাত্র গোলটি করে অধীন জমাতিয়া।বিকালে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।চ্যাম্পিয়ন ও রানার্স উভয় টিমের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ। ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্মসচিব স্বপন সাহা ও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের দুই যুগ্ম সচিব অপু রায় ও নিখিল সাহা সহ প্রমুখ। অন্যদিকে, ঊনকোটি জেলার কুমারঘাটের গকুলনগর স্কুল মাঠে মেয়েদের অনূর্ধ্ব ১৭ রাজ্যভিত্তিক স্কুল ফুটবলের ফাইনালে ত্রিপুরা স্পো স্কুল ৪-০ গোলে উত্তর জেলাকে হারায়। জতীয় দলের হয়ে বিনিতা সিনহা দুটি এবং শ্রেয়া দেব ও কেয়া দেববর্মা একটি করে গোল করেন।
ছিলেন ক্রীড়া দপ্তরের দুই সহ অধিকর্তা অমিত কুমার যাদব ও বিভাবসু গোস্বামীও ছিলেন ক্রীড়া প্রশিক্ষক প্রণব অখণ্ড। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের হাতে ট্রফি তুলে দেন।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…