অনূর্ধ্ব ১৭ ফুটবলে দ্বিমুকুট ত্রিপুরা স্পোর্টস স্কুলের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-প্রত্যাশা মতো অনূর্ধ্ব ১৭ রাজ্যভিত্তিক স্কুল ফুটবলে দ্বিমুকুট লাভ করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। সকালে কুমারঘাটের গকুলনগর স্কুল মাঠে মেয়েদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-০ গোলের ব্যবধানে উত্তর জেলাকে হারায়।অপরদিকে বিকালে আগরতলায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ছেলেদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ১-০ গোলে ধলাই জেলাকে পরাস্ত করে।তাতে ছেলে ও মেয়ে উভয় বিভাগেই চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল। উমাকান্ত মাঠে ছেলেদের অনূর্ধ্ব ১৭ ফুটবলের দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথথ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-০ গোলে সিপাহিজলা জেলাকে হারায়। ম্যাচে স্পোর্টস স্কুলের পক্ষে সমীর জমাতিয়া ও নাইসিং জমাতিয়া।অপর সেমিফাইনালে ধলাই জেলা ৩-১ গোলে খোয়াই জেলাকে হারায়।ধলাই জেলার হয়ে জগৎ সাধন জমাতিয়া,রিবার্ট হালাম ও দীপেন রূপিণী গোল তিনটি করেছে।
উল্টোদিকে খোয়াই জেলার হয়ে গোল করে আশিস দেববর্মা।বিকালে ফাইনালের জমজমাট ম্যাচে স্পোর্টস স্কুল ১-০ গোলে ধলাই জেলাকে হারায়।স্পোর্টস স্কুলের পক্ষে একমাত্র গোলটি করে অধীন জমাতিয়া।বিকালে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।চ্যাম্পিয়ন ও রানার্স উভয় টিমের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ। ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্মসচিব স্বপন সাহা ও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের দুই যুগ্ম সচিব অপু রায় ও নিখিল সাহা সহ প্রমুখ। অন্যদিকে, ঊনকোটি জেলার কুমারঘাটের গকুলনগর স্কুল মাঠে মেয়েদের অনূর্ধ্ব ১৭ রাজ্যভিত্তিক স্কুল ফুটবলের ফাইনালে ত্রিপুরা স্পো স্কুল ৪-০ গোলে উত্তর জেলাকে হারায়। জতীয় দলের হয়ে বিনিতা সিনহা দুটি এবং শ্রেয়া দেব ও কেয়া দেববর্মা একটি করে গোল করেন।
ছিলেন ক্রীড়া দপ্তরের দুই সহ অধিকর্তা অমিত কুমার যাদব ও বিভাবসু গোস্বামীও ছিলেন ক্রীড়া প্রশিক্ষক প্রণব অখণ্ড। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের হাতে ট্রফি তুলে দেন।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 hour ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 hour ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 hour ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 hour ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

22 hours ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

23 hours ago