অন্তর্বর্তী বাজেটে খুশী শিল্প ও বানিজ্য মহল!!
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট (ভোট-অন-অ্যাকাউন্ট) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।লোকসভা ভোট এসে যাওয়ায় এবার তিন মাসের জন্য বাজেট পেশ করা হয়েছে।মাত্র ৫৮ মিনিটেই বাজেট ভাষণ শেষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।আগেই তিনি বলেছিলেন,এবারের সংক্ষিপ্ত বাজেটে কোন রকমের ঘোষণা থাকবে না। সেরকমই বাজেট পেশ করেন তিনি।আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন করেননি।প্রচুর প্রত্যাশা থাকলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন,’আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হার একই রাখার প্রস্তাব দিচ্ছি আমি।’ অর্থাৎ আগেরবারের মতোই থাকছে আয়করের হার।এই অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন দাবি করে,এই বাজেটে রাজ্যের শিল্প ও বাণিজ্য মহল খুশি।তাঁরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।