জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেটে আবারও চরম ব্যাটিং বিপর্যয়। আজ বরোদায় জাতীয় সিনিয়র মহিলাদের একদিনের ক্রিকেটে ত্রিপুরার আবারও ভরাডুবি। পাঁচ ম্যাচের মধ্যে সবচেয়ে বাজে ব্যাটিং দেখা গেলো আজ। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরা ২৬.১ ওভারে মাত্র ৮০ রানে শেষ করে ইনিংস।যদিও মধ্যপরদেশ ম্যাচেও ত্রিপুরার রান ছিল ৮০। তবে সেদিন কিন্তু ব্যাট করেছিল ৩৫ ওভার। ত্রিপুরা এক ম্যাচ জিতলে পরের ম্যাচেই হারছে। আগামী উনত্রিশ জানুয়ারী গ্রুপ লীগে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ ছত্তিশগড়। ছত্তিশগড়ও পাঁচ ম্যাচে দুটি জিতেছে।আজ ত্রিপুরা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৷ কিন্তু দিনের প্রথম পর্বেই ত্রিপুরার ওপেনার সুধা ব্যর্থ হয়। মৌচৈতী দেবনাথ (২১) ও অম্বিকা দেবনাথ (১১) জুটি যতক্ষণ ক্রিজে ছিল ততক্ষণ মনে হয়েছিল বড় স্কোর হবে। কিন্তু এই জুটি ভাঙতেই একে একে পতন শুরু হয়। রিজু সাহা (১০), অন্নপূর্ণা দাস (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেনি। ২৬.১ ওভারে ত্রিপুরার ইনিংস শেষ মাত্র ৮০ রানে।অন্ধ্রপ্রদেশের হয়ে অনুশা মাত্র দশ রানে পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া পুষ্পলতা তেরো রানে দুটি ও শ্রী এগারো রানে দুটি উইকেট পায়। জবাব দিতে নেমে ত্রিপুরার বোলাররা অন্ধ্রপ্রদেশকে চেপে ধরলেও দলকে অক্সিজেন জোগায় একা লক্ষ্মী। লক্ষ্মী ৫৬ বলে ৩৫ রনের একটি দায়িত্বশীল ইনিংস খেলে। অন্ধ্রপ্রদেশ সঙ্কট কাটিয়ে চার উইকেটে ৮৩ রান তুলে ম্যাচ জিতে নেয়। লক্ষ্মী ছাড়া অনুশা ২৫ রান করে। ত্রিপুরার পক্ষে প্রিয়ঙ্কা আচার্য, অন্নপূর্ণা দাস,অন্বেষা দাস ও সেবিকা দাস একটি করে উইকেট পায়। সেবিকা দাসের আজ সিনিয়র মহিলা ক্রিকেটে অভিষেক হয়। সেবিকা প্রথম ম্যাচে খারাপ বোলিং করেনি।এদিকে, আগামী ঊনত্রিশ জানুয়ারী গ্রুপে ত্রিপুরার শেষ ম্যাচ। এই টুর্নামেন্টে দুটি ম্যাচে ব্যাটিং বিপর্যয় ঘটে যার জন্য ম্যাচ হেরে যেতে হয়। শেষ ম্যাচে ত্রিপুরা টিমে কোনও বড় পরিবর্তন আসে কি না এখন তাই দেখার।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…