Categories: খেলা

অন্ধ্রপ্রদেশে বিধ্বস্ত ত্রিপুরা

এই খবর শেয়ার করুন (Share this news)

জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেটে আবারও চরম ব্যাটিং বিপর্যয়। আজ বরোদায় জাতীয় সিনিয়র মহিলাদের একদিনের ক্রিকেটে ত্রিপুরার আবারও ভরাডুবি। পাঁচ ম্যাচের মধ্যে সবচেয়ে বাজে ব্যাটিং দেখা গেলো আজ। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরা ২৬.১ ওভারে মাত্র ৮০ রানে শেষ করে ইনিংস।যদিও মধ্যপরদেশ ম্যাচেও ত্রিপুরার রান ছিল ৮০। তবে সেদিন কিন্তু ব্যাট করেছিল ৩৫ ওভার। ত্রিপুরা এক ম্যাচ জিতলে পরের ম্যাচেই হারছে। আগামী উনত্রিশ জানুয়ারী গ্রুপ লীগে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ ছত্তিশগড়। ছত্তিশগড়ও পাঁচ ম্যাচে দুটি জিতেছে।আজ ত্রিপুরা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৷ কিন্তু দিনের প্রথম পর্বেই ত্রিপুরার ওপেনার সুধা ব্যর্থ হয়। মৌচৈতী দেবনাথ (২১) ও অম্বিকা দেবনাথ (১১) জুটি যতক্ষণ ক্রিজে ছিল ততক্ষণ মনে হয়েছিল বড় স্কোর হবে। কিন্তু এই জুটি ভাঙতেই একে একে পতন শুরু হয়। রিজু সাহা (১০), অন্নপূর্ণা দাস (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেনি। ২৬.১ ওভারে ত্রিপুরার ইনিংস শেষ মাত্র ৮০ রানে।অন্ধ্রপ্রদেশের হয়ে অনুশা মাত্র দশ রানে পাঁচটি উইকেট তুলে নেয়। এছাড়া পুষ্পলতা তেরো রানে দুটি ও শ্রী এগারো রানে দুটি উইকেট পায়। জবাব দিতে নেমে ত্রিপুরার বোলাররা অন্ধ্রপ্রদেশকে চেপে ধরলেও দলকে অক্সিজেন জোগায় একা লক্ষ্মী। লক্ষ্মী ৫৬ বলে ৩৫ রনের একটি দায়িত্বশীল ইনিংস খেলে। অন্ধ্রপ্রদেশ সঙ্কট কাটিয়ে চার উইকেটে ৮৩ রান তুলে ম্যাচ জিতে নেয়। লক্ষ্মী ছাড়া অনুশা ২৫ রান করে। ত্রিপুরার পক্ষে প্রিয়ঙ্কা আচার্য, অন্নপূর্ণা দাস,অন্বেষা দাস ও সেবিকা দাস একটি করে উইকেট পায়। সেবিকা দাসের আজ সিনিয়র মহিলা ক্রিকেটে অভিষেক হয়। সেবিকা প্রথম ম্যাচে খারাপ বোলিং করেনি।এদিকে, আগামী ঊনত্রিশ জানুয়ারী গ্রুপে ত্রিপুরার শেষ ম্যাচ। এই টুর্নামেন্টে দুটি ম্যাচে ব্যাটিং বিপর্যয় ঘটে যার জন্য ম্যাচ হেরে যেতে হয়। শেষ ম্যাচে ত্রিপুরা টিমে কোনও বড় পরিবর্তন আসে কি না এখন তাই দেখার।

Dainik Digital

Recent Posts

প্রোগ্রেসিভ ইউথ ক্লাবে ফুঁটে উঠবে ‘নর্থ সেন্টিনাল আইল্যান্ড’!!

অনলাইন প্রতিনিধি :-আর মাত্র একটা দিনের অপেক্ষা, এরপরই শাস্ত্র মতে প্রত্যেকটি প্যান্ডেলে প্যান্ডেলে পূজিত হবেন…

18 hours ago

গ্যান্ডিয়োস্ ক্লাবে নেপালের পকোডা মন্দির!!

অনলাইন প্রতিনিধি :-আর বাকি দুদিন। মা আসছেন মর্তে দোলায় চেপে। প্রতিটি ক্লাবে প্রস্তুতি প্রায় শেষের…

18 hours ago

পাকিস্তানে বিমানবন্দরে বিস্ফোরণ!!

অনলাইন প্রতিনিধি :-আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি বিমানবন্দর এলাকা। রবিবার রাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের…

19 hours ago

জমি হস্তান্তর, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ সুদীপের!!

অনলাইন প্রতিনিধি :-মণিপুরের একটি বেসরকারী সংস্থাকে অনৈতিকভাবে আটাশ একর জায়গা হস্তান্তর করার গুরুতর অভিযোগ আনলেন…

23 hours ago

কংগ্রেস বিধায়কের অভিযোগ অসত্য ও বিভ্রান্তিকর: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-সৃজাহসপিটাল নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণের অভিযোগ অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন খাদ্য,…

23 hours ago

আ মরি বাংলা ভাষা!!

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলা ভাষা ক্লাসিকেল ল্যাঙ্গুয়েজ স্বীকৃতি ও মর্যাদা পেলো। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত বৃহস্পতিবার…

23 hours ago