অনলাইন প্রতিনিধি :-হিন্দু পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গোবর্ধন পূজা করা হয়। যা অন্নকূট নামে পরিচিত।অন্নকূট প্রধাণত বৈষ্ণবদের উৎসব হলেও, অনেক মন্দিরেই এর প্রচলন আছে। আগরতলার জগন্নাথ জিও মন্দির সহ একাধিক মন্দিরে মঙ্গলবার ঘটা করে অনুষ্ঠিত হয় অন্নকূট উৎসব।কি এই অন্নকূট উৎসব?এই পুজোর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনি।
বৃন্দাবনবাসীরা তাদের খাদ্যশস্য যাতে নষ্ট না হয়, সেজন্য ৫৬ রকম পদের ভোগ দিয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রের পুজো করতেন। গোকুলে থাকার সময়ে শ্রীকৃষ্ণ একবার বৃন্দাবনবাসীদের ইন্দ্রপূজা করতে নিষেধ করেন। কৃষ্ণের যুক্তি ছিল,শস্য উৎপাদন ইত্যাদির জন্য ইন্দ্রের পুজো করার থেকে পশু ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়া বেশি দরকারী। গোকুলবাসী শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দেবতা হিসেবেই ভক্তি করতো।তাই শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে তারা সেই বছর ইন্দ্রের পুজো বন্ধ করে দেয়।এতে দেবতা ইন্দ্র রেগে গিয়ে বৃন্দাবনের উপরে মুষলধারে বর্ষণ করে।প্রবল বর্ষণে বৃন্দাবন ভেসে যাবার উপক্রম হলে,বৃন্দাবনবাসীদের ওই বিপদ থেকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে বৃন্দাবনের উপরে ছাতার মতো করে হাতের কনিষ্ট আঙ্গুলের উপর ধারণ করে রাখেন।
তার পর থেকে শ্রীকৃষ্ণের নির্দেশে বৃন্দাবনবাসী কার্তিক মাসে অমাবস্যার পরদিন ‘গিরি গোবর্ধন’-এর পুজো আরম্ভ করে। সেই পুজোই অন্নকূট উৎসব।
অনলাইন প্রতিনিধি :-পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলায় সংসদ সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক…
অনলাইন প্রতিনিধি :-শহরে সূর্যের প্রচণ্ড তাপদাহের মধ্যেও চৈত্রের শেষ 'সময়ে রিডাকশন সেল মেলা তথা বাজার…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অফিযানে ক্ষুব্ধ কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কাছে করলেন নালিশ।বিশ্ববিদ্যালয়ের প্রায়…
অনলাইন প্রতিনিধি :-পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালিরা। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের…
গুজরাটে কংগ্রেসের সদ্য সমাপ্ত অধিবেশনে নয়া স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে।কংগ্রেস এখন থেকে পিছিয়ে পড়া বিশেষ করে…
অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…