অপরাজিত চ্যাম্পিয়নের এক ম্যাচ দূরে স্পোর্টস স্কুল!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-টিএফএর
অনূর্ধ্ব ১৫ খেলো ইন্ডিয়া মহিলা লীগ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়নের দৌড়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল।টানা ৯ ম্যাচ খেলে ৯টিতে জয় তুলে নিয়েছে তারা।৯ ম্যাচে ২৭ পয়েন্ট এখন স্পোর্টস স্কুলের।যেখানে রানার্স আপ খেতাবের দৌড়ে এগিয়ে রয়েছে কৈলাসহরের ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব ও চলমান সংঘ।৯ ম্যাচ খেলে চলমান সংঘ সাতটিতেই জয় পেয়েছে। অন্যদিকে ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব আট ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে।৯ ম্যাচে একুশ পয়েন্ট এখন চলমান সংঘের।যেখানে আট ম্যাচে ১৮ পয়েন্ট ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাবের।এক ম্যাচ কম খেলেছে ফুলো ঝানু।এই জায়গায় দু’দলের অবস্থান প্রায় কাছাকাছি।আগামী ২৪ জানুয়ারী ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব ও চলমান সংঘের খেলা রয়েছে।ওই ম্যাচটি দু’দলের কাছে যথেষ্ট ভাইটাল। রানার্স আপ নির্ধারণ হয়ে যেতে পারে ওই ম্যাচের ফলাফলের মধ্য দিয়ে। ঊষাবাজারের সুখময় স্কুল গ্রাউন্ডে সোমবার টুর্নামেন্টের তিনটি ম্যাচ ছিল।প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭- ০ গোলের বড় ব্যবধানে নবোদয় সংঘকে হারায়।ম্যাচে স্পোর্টস স্কুলের হয়ে স্মৃতি মগ জোড়া গোল করেন। এছাড়া একটি করে গোল করে বিনতা সিনহা,স্মৃতি জমাতিয়া,তনু বাগদি,
রিয়া জমাতিয়া ও মেরিনা জমাতিয়া। দ্বিতীয় ম্যাচে ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব ১০-১ গোলের বড় ব্যবধানে অক্সিলিয়াম গার্লস স্কুলকে হারায়। একতরফা এই ম্যাচে কুন্তি ওরাং একাই করে দশটি গোল।অপরদিকে অক্সিলিয়াম গার্লস স্কুলের হয়ে একমাত্র গোলটি করে ফিওনা দেববর্মা।দিনের তৃতীয় তথা শেষ ম্যাচে চলমান সংঘ ৬-১ গোলের বড় ব্যবধানে সবুজ সংঘকে হারায়।ম্যাচে চলমান সংঘের হয়ে মেতা জমাতিয়া তিনটি, এছাড়া ঈশিতা দাস,সুইটি দাস ও সঙ্গীতা দাস প্রত্যেকেই একটি করে গোল করে।বিপক্ষ সবুজ সংঘের হয়ে একমাত্র গোলটি করে খুম্পুই দেববর্মা। ক্রীড়াসূচিতে আগামীকাল (মঙ্গলবার) কোনও ম্যাচ নেই।২৪ জানুয়ারী টুর্নামেন্টের শেষদিনে তিনটি ম্যাচ হবে।খেলা শেষে ওইদিন মাঠে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।ওইদিন দুপুর সাড়ে ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরি দুলাল আচার্য,টিএফএর সভাপতি প্রণব সরকার সহ অনেকেই।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

10 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

10 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

10 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

10 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago