অপরাজিত চ্যাম্পিয়নের এক ম্যাচ দূরে স্পোর্টস স্কুল!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-টিএফএর
অনূর্ধ্ব ১৫ খেলো ইন্ডিয়া মহিলা লীগ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়নের দৌড়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল।টানা ৯ ম্যাচ খেলে ৯টিতে জয় তুলে নিয়েছে তারা।৯ ম্যাচে ২৭ পয়েন্ট এখন স্পোর্টস স্কুলের।যেখানে রানার্স আপ খেতাবের দৌড়ে এগিয়ে রয়েছে কৈলাসহরের ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব ও চলমান সংঘ।৯ ম্যাচ খেলে চলমান সংঘ সাতটিতেই জয় পেয়েছে। অন্যদিকে ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব আট ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে।৯ ম্যাচে একুশ পয়েন্ট এখন চলমান সংঘের।যেখানে আট ম্যাচে ১৮ পয়েন্ট ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাবের।এক ম্যাচ কম খেলেছে ফুলো ঝানু।এই জায়গায় দু’দলের অবস্থান প্রায় কাছাকাছি।আগামী ২৪ জানুয়ারী ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব ও চলমান সংঘের খেলা রয়েছে।ওই ম্যাচটি দু’দলের কাছে যথেষ্ট ভাইটাল। রানার্স আপ নির্ধারণ হয়ে যেতে পারে ওই ম্যাচের ফলাফলের মধ্য দিয়ে। ঊষাবাজারের সুখময় স্কুল গ্রাউন্ডে সোমবার টুর্নামেন্টের তিনটি ম্যাচ ছিল।প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭- ০ গোলের বড় ব্যবধানে নবোদয় সংঘকে হারায়।ম্যাচে স্পোর্টস স্কুলের হয়ে স্মৃতি মগ জোড়া গোল করেন। এছাড়া একটি করে গোল করে বিনতা সিনহা,স্মৃতি জমাতিয়া,তনু বাগদি,
রিয়া জমাতিয়া ও মেরিনা জমাতিয়া। দ্বিতীয় ম্যাচে ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব ১০-১ গোলের বড় ব্যবধানে অক্সিলিয়াম গার্লস স্কুলকে হারায়। একতরফা এই ম্যাচে কুন্তি ওরাং একাই করে দশটি গোল।অপরদিকে অক্সিলিয়াম গার্লস স্কুলের হয়ে একমাত্র গোলটি করে ফিওনা দেববর্মা।দিনের তৃতীয় তথা শেষ ম্যাচে চলমান সংঘ ৬-১ গোলের বড় ব্যবধানে সবুজ সংঘকে হারায়।ম্যাচে চলমান সংঘের হয়ে মেতা জমাতিয়া তিনটি, এছাড়া ঈশিতা দাস,সুইটি দাস ও সঙ্গীতা দাস প্রত্যেকেই একটি করে গোল করে।বিপক্ষ সবুজ সংঘের হয়ে একমাত্র গোলটি করে খুম্পুই দেববর্মা। ক্রীড়াসূচিতে আগামীকাল (মঙ্গলবার) কোনও ম্যাচ নেই।২৪ জানুয়ারী টুর্নামেন্টের শেষদিনে তিনটি ম্যাচ হবে।খেলা শেষে ওইদিন মাঠে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।ওইদিন দুপুর সাড়ে ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরি দুলাল আচার্য,টিএফএর সভাপতি প্রণব সরকার সহ অনেকেই।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

12 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

12 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

13 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago