অফিসারদের ফিল্ড ভিজিট বাধ্যতামুলক করলেন মন্ত্রী!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন মন্ত্রী সুধাংশু দাস। লক্ষ্য একটাই, তাঁর দায়িত্বে থাকা দপ্তরগুলিতে যেন কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে এবং দপ্তরগুলোকে যেন উন্নতির শিখরে পৌঁছানো যায়। সেই লক্ষ্যেই প্রায় প্রতিদিনই কখনো নিজের দপ্তরের অধীন বিভিন্ন অফিসগুলোতে কিংবা হোস্টেল গুলোতে আচমকাই পরিদর্শনে যাচ্ছেন। কথা বলছেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে, তাদের সমস্যা নিরসনে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। আবার কখনো বা নিজের দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরগুলির আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করছেন দপ্তর সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে।
মঙ্গলবার গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের কার্য্যালয়ে গোটা রাজ্যের তপশীলি জাতি কল্যাণ দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে এক রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, এদিনের বৈঠকে মূলত সারা রাজ্যে তপশীলি কল্যান দপ্তরে কী কী প্রোজেক্ট বা স্কিম রয়েছে, সেগুলো সঠিক ভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি আরও জানান, এই দপ্তরের অধীন প্রত্যেকটি মহকুমা স্তর, জেলা স্তর এবং রাজ্য স্তরের সেক্রেটারি এবং ডাইরেক্টর সহ সমস্ত আধিকারিকদের সপ্তাহে দুই দিন মাঠে নেমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পনা তৈরির পাশাপাশি মাঠে নেমে কাজ করলেই দ্রুততার সাথে কাজগুলোকে সম্পন্ন করা যাবে বলই প্রত্যাশা রাখছেন মন্ত্রী সুধাংশু দাস।