অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশনের (টিআরপিসি) দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সাক্ষরিত অর্ডার বা আদেশের যেন কোনও মূল্য নেই।কর্পোরেশনের এমডি,আর কে শ্যামল (আইএফএস)দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর আদেশ নাকচ করতে কোনও দ্বিধাবোধ করেন না। এমনই একটি ঘটনা ঘটেছে গোর্খাবস্তিস্থিত টিআরপিসির প্রধান কার্যালয়ে।তবে এমডির পক্ষে মন্ত্রীর আদেশ অমান্য করা এতো সাহস হয়নি। কর্পোরেশনের চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়ার পরামর্শও সিদ্ধান্ত মানতে গিয়ে এমডি মন্ত্রীর আদেশ নাকচ করে দেন।তা নিয়ে এখন কর্পোরেশনেই প্রশ্ন উঠেছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বড় না চেয়ারম্যান বড়।কার কথায় কর্পোরেশনে কাজ চলবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি হলো কর্পোরেশনের প্রধান কার্যালয়ে কর্মরত অভিজিৎ রায় নামে একজন
অফিসারের চাকুরিতে ৩১ জানুয়ারী অবসরে যাওয়ার দিন।শ্রী রায় অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি, অ্যাকাউন্ট অফিসার, নোডাল অফিসার (লিগ্যাল) এবং এসপিআইও পদে চাকরি করেন।ষাট বছর হয়ে যাওয়ায় ৩১ জানুয়ারী অবসরে চলে যাবেন। কর্পোরেশনের এই সব পদে চাকরি করার মতো কোনও অভিজ্ঞতা ও প্রশিক্ষণ প্রাপ্ত আর কেউ না থাকায় কর্পোরেশনের কাজ ব্যাহত ও বিঘ্নিত হবে বলে আপাতত এক বছরের জন্য এই অফিসারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।তাই ৩০ জানুয়ারী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কর্পোরেশনের এমডির কাছে অফিসার অভিজিৎ রায়কে এক বছরের জন্য চাকরিতে এক্সটেনশনের অনুমোদন দিয়ে ফাইল পাঠান।কিন্তু অভিজিৎ রায়কে চাকরিতে আর এক্সটেনশন না দিয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর ফাইলের এপ্রোভ্যাল তথা অনুমোদন আটকে দেন।কর্পোরেশনের চেয়ারম্যান অভিজিৎ রায়কে চাকরিতে এক্সটেনশন না দেওয়ার পক্ষে থাকায় মূলত: এক্সটেনশন দেননি এমডি। চেয়ারম্যানের কথা পালন করতে গিয়ে এমডি এক্সটেনশন দেননি বলে কর্পোরেশন সূত্রে জানা গেছে। সেই কারণে অভিজিৎ রায় আজ অবসরে চলে যান। এমডি তাকে অবসরে যাওয়ার রিলিজ অর্ডারও দিয়েছেন।কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে এই বিষয়টি জানাজানি হতেই বিস্ময় দেখা দেয়। কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যেখানে সবকিছু বুঝেশুনে অভিজিৎ রায়কে এক বছরের জন্য চাকরিতে এক্সটেনশন দেওয়ার অনুমোদন দিয়ে এমডির কাছে ফাইল পাঠান সেখানে চেয়ারম্যান ও এমডি কিভাবে এক্সটেনশন আটকে দিতে পারেন তা নিয়ে বুধবার দিনভর কর্পোরেশনে মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।কর্মচারীরাও তাতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়েন।এই বিষয়ে বুধবার দুপুরে ফোন করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি জানান অফিসার অভিজিৎ রায়কে এক বছরের এক্সটেনশন দেওয়ার জন্য ফাইলে অনুমোদন দিয়ে এমডির কাছে মঙ্গলবার পাঠিয়েছেন। কিন্তু তারপরও কেন সেই অফিসারের চাকরিতে এক্সটেনশন দেননি এমডি তাতে তিনি কিছু বুঝে উঠতে পারছেন না।করবুকে থাকায় তিনি আগরতলায় ফিরে এই বিষয়ে খোঁজ খবর নেবেন বলে জানান।সন্ধ্যায় এই বিষয়ে জানাবেন বলে ফোন করার জন্য বললেও সন্ধ্যার পর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আর ফোন ধরেননি।এদিকে অভিজিৎ রায়কে এমডি রিলিজ করে দিয়ে তার জায়গায় কাজ করার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় ডেপুটি ম্যানেজার আর কে ত্রিপুরাকে।অভিজিৎ রায় যেসব কাজের দায়িত্ব পালন করেছিলেন সেই সব কাজের দায়িত্ব আর কে ত্রিপুরার উপর দেওয়ায় কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে আবার প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। কর্পোরেশনের ভবিষ্যৎ চিন্তায় কর্মচারীরা উদবিগ্ন হয়ে উঠেছেন।কারণ আর কে ত্রিপুরা কুমারঘাটস্থিত উত্তর জোনের ডেপুটি ম্যানেজার কাম ডিডিও থাকাকালীন ৭২ লক্ষ টাকা হাপিস হয়ে যায়। সেই টাকা উদ্ধারে এখনও কোনও কিনারা হয়নি। তৎকালীন এমডি কর্তব্যের গাফিলতি ও নানা সংশয় জনিত কারণে তাকে শাস্তিমূলক বদলি হিসেবে অন্য জেলায় পাঠিয়ে দিলেন। দু’মাস আগে তাকে বদলি করে কর্পোরেশন অফিসে আনা হয়।এখন অভিজিৎ রায়ের জায়গায় এই সব গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আর কে ত্রিপুরাকে দেওয়ায় কর্মচারীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে কর্পোরেশনের ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়ে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…