দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, অমরপুর।। যোগাযোগ ব্যবস্থার কঙ্কালসার অবস্থার কারনে করবুক মহকুমার উপ-নগরী চেলাগাং অবরুদ্ধ নগরীতে পরিনত হয়েছে। দীর্ঘ এক যুগের উপর যোগাযোগের রাস্তা সংস্কারহীন অবস্থায় থাকার ফলে চেলাগাং বাসী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের নিরিখে চেলাগাং উপ-নগরী বাম আমলেও উপেক্ষিত ছিল,এখন রাম আমলের তিপ্পান্ন মাসেও উপেক্ষিত রয়ে গেছে। ২০১৮তে ক্ষোভের ভোটে বামেদের হটিয়ে রামভক্ত বুরবো মোহনকে বিপুল ভোটে জিতিয়েও চেলাগাংবাসী বঞ্চিত থেকে গেছেন।
শাসক দলের বিধায়ক চেলাগাং বাসীর খোঁজখবর নেওয়ার প্রয়োজন ও মনে করেন না। গত সারে চার বছর বিধানসভায় শুধু বসে বসে দিন কাটিয়েছেন। গত সারে চার বছর বিধানসভায় তিনি একটি টুঁ-শব্দও করেন নি। কোনও প্রশ্ন তো দূরের কথা।
করবুক মহকুমা গঠিত হবার আগে পর্যন্ত চেলাগাং অমরপুর মহকুমার অধিন এবং অমরপুর ব্লকের অধিন ছিল। চেলাগাং যাতায়াতের তিনটি রাস্তা রয়েছে। বাম আমল থেকেই ওই তিনটি রাস্তারই একেবারে কঙ্কালসার অবস্থা। রাস্তা গুলিতে কার্পেটিংয়ের চিহ্নও নেই।
রাস্তা গুলিতে মেটেলিংয়ের সুড়কি উঠে গিয়ে রাস্তার উপর গড়াগড়ি খাচ্ছে এবং রাস্তার উপর বড় বড় গর্ত হয়ে আছে। আর সেসব গর্তে সামান্য বৃষ্টিপাত হলেই জল জমে নালার আকার ধারণ করে। রাস্তার দুই পাশ ঘন জঙ্গলাকীর্ন। অসংখ্য বাঁকে ভরা চেলাগাং যাতায়াতের রাস্তা গুলির প্রসস্ততা এতটাই কম যে দুটি ছোটখাট যানবাহন এদিক ওদিক পাশ কাটাতে গিয়ে প্রচন্ড ঝক্কি পোহাতে হয়। রাস্তার চুরান্ত বেহাল অবস্থার কারনে যানবাহন চালকরা ওই রাস্তা গুলিতে যানবাহন চালাতে অনাগ্রহী। একটা সময় রাজ্য সড়ক নিগমের যাত্রিবাহী বাস চলাচল করলেও বেহাল রাস্তার কারনে তাও বন্ধ হয়ে আছে। ফলে করবুক মহকুমার চেলাগাং উপ-নগরী এক অবরুদ্ধ নগরীতে পরিনত হয়ে আছে।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…