দৈনিক সংবাদের খবরের জেরে অমরপুরের মহকুমা ম্যাজিসেট্রট অমরেশ বর্মনের কড়া পদক্ষেপে অবশেষে জবর দখল মুক্ত হলো ছবিমূড়া পর্যটন কেন্দ্রের পাদদেশের রাধুর খামারের বিস্তীর্ন খাসভুমি। ছবিমূড়া পর্যটন কেন্দ্রের সরকারী খাস ভূমি দখল মুক্ত করার মহকুমা ম্যাজিসেট্রটের অনুনয় বিনয় ও নির্দেশ উপেক্ষা করায় শেষ পর্যন্ত মহকুমা ম্যাজিস্ট্রেটের নির্দেশে শনিবার সাত সকালেই মহকুমা প্রশাসনের ডিসিএম পামির কর্মকারের নেতৃত্বে প্রশাসনের কর্মীরা,পর্যটন দপ্তরের কর্মকর্তাদের সহ টিএসআর জওয়ানদের নিয়ে ছবিমূড়া পর্যটন কেন্দ্রের পাদদেশে রাধুর খামারে পৌছান। প্রশাসনিক দলটি দেববাড়ির জনৈক রজমোহন জমাতিয়ার পুত্র মন্ত্রী কুমার জমাতিয়া কতৃক বেড়া লাগিয়ে বেআইনি ভাবে দখল করা ছবিমূড়া পর্যটন কেন্দ্রের ভূমি জবরদখল মুক্ত করেন। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় জবর দখলের কাজে ব্যবহৃত বাঁশের খুঁটি ও নেটের বেড়া সহ অন্যান্য সরঞ্জাম। পরে বেআইনি দখল মুক্ত ভূমি পর্যটন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ছবিমূড়া পর্যটন কেন্দ্রের রক্ষনাবেক্ষনের ও তদারকির দায়িত্ব প্রাপ্ত স্বসহায়ক দলের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা। সাথে সাথে বিগত একমাস যাবত অচলাবস্থা চলতে থাকা ছবিমূড়া পর্যটন কেন্দ্রের পাদদেশ রাধুর খামারের বিস্তীর্ন ভূমিতে পর্যটকদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিনত হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বনজসম্পদ রক্ষায় চারশ টিএসআর জওয়ান,আধুনিক হাতিয়ার, ইন্টিলিজেন্স ব্রাঞ্চ এবং স্পেশাল টাক্স ফোর্স…
অনলাইন প্রতিনিধি :-অল্প বৃষ্টিতে মহাপ্লাবন রুখতে হাওড়া নদীকে কেন্দ্র করে গুচ্ছ পরিকল্পনা তৈরি করা হয়েছে।…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিশেষ উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে কাজ করছে পরিবহণ…
অনলাইন প্রতিনিধি :-জোড়া ভূমিকম্প মায়ানমারে। জোড়া ভূমিকম্পে কেপে উঠল বাংলাও। জানা গিয়েছে, শুক্রবার সকালে মায়ানমারে…
অনলাইন প্রতিনিধি :-উচ্চ-শিক্ষা ক্ষেত্রে আরও সুযোগ সম্প্রসারণের জন্য ত্রিপুরায় আইআইএম অথবা আইআইটি স্থাপনের দাবি জানালেন…
আর ও একবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে 'আপনি মোড়ল' ঢঙে হস্তক্ষেপ করেছে আমেরিকা, এবং এমনভাবে করেছে…