অনলাইন প্রতিনিধি :- অবশেষে জয়ের স্বাদ পেলো ফ্রেণ্ডস ইউনিয়ন। লীগে প্রথম টানা চার ম্যাচে হারার পর অবশেষে জয়ের দেখা পেলো ফ্রেণ্ডস ইউনিয়ন। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঘরোয়া এ ডিভিশন ক্লাব লীগ ফুটবলে ফ্রেণ্ডস ইউনিয়ন ৩-০ গোলে ত্রিবেণী সংঘকে হারায়। ম্যাচে ফ্ৰেণ্ডস ইউনিয়নের পক্ষে দেবরাজ জমাতিয়া, আগর কুমার জমাতিয়া ও হায়ুং জমাতিয়া গোল তিনটি করেন। উল্টোদিকে লীগে একটা সময় দুরন্ত ফর্মে থাকা ত্রিবেণী সংঘের অবস্থা এখন শোচনীয়। লীগে ত্রিবেণী সংঘ ও ফ্রেণ্ডস ইউনিয়ন দুই টিমেরই পাঁচ নম্বর ম্যাচ ছিল আজ। লীগের এই ম্যাচে ফ্রেণ্ডস ইউনিয়নের কাছে বাজেভাবে হারতে হলো ত্রিবেণী সংঘকে। লীগের প্রথম দুই ম্যাচে জুয়েলস অ্যাসোসিয়েশন ও বীরেন্দ্র ক্লাবের বিরুদ্ধে জয় পেয়েছিল টিম ত্রিবেণী সংঘ। পরে তৃতীয় ম্যাচে এগিয়ে চলোর কাছে ৩-০ গোলে হারতে হয় তাদের। তবে চতুর্থ ম্যাচে আবার ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে ম্যাচ গোলশূন্য ড্র করেছিল কোচ রাজু লামার ত্রিবেণী সংঘ। তবে লীগের পাঁচ নম্বর ম্যাচে এসে আজ ফ্রেণ্ডস ইউনিয়নের কাছে ৩-০ গোলে হারতে হলো গতবারের বি ডিভিশন চ্যাম্পিয়ন দল ত্রিবেণী সংঘকে। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট এখন ত্রিবেণী সংঘের। অপরদিকে, লীগের পাঁচ ম্যাচে ফ্রেণ্ডস ইউনিয়নের পয়েন্ট এখন তিন। লীগে প্রথম ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের কাছে ৫-১ গোলে, দ্বিতীয় ম্যাচে মাঠে গরহাজির থাকায় টাউন ক্লাবের হাতে তিন পয়েন্ট তুলে দিয়েছিল। তৃতীয় ম্যাচে ফরোয়ার্ডের কাছে ৩-২ গোলে, চতুর্থ ম্যাচে জুয়েলস অ্যাসোসিয়েশনের কাছে ৭-৩ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছিল ফ্রেণ্ডস ইউনিয়নকে। অবশেষে লীগে পাঁচ নম্বর ম্যাচে এসে আজ ত্রিবেণী সংঘের বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্রেণ্ডস ইউনিয়ন। দু’দলেরই সামনে এখন আরও তিনটি করে ম্যাচ খেলার বাকি রয়েছে। লীগে অবনমন ঠেকাতে শেষ ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ফ্রেণ্ডস ইউনিয়নের কাছে। এ দিন ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে গেছে ত্রিবেণী সংঘ। ম্যাচে বেশ কিছু সুযোগ নষ্ট করেছে তারা এ দিন। সেখানে ফ্রেণ্ডস ইউনিয়ন অনেকটা পরিকল্পনামাফিক ফুটবল খেলে গেছে। ম্যাচের উনিশ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করে নেয় ফ্রেণ্ডস ইউনিয়ন। কর্নার থেকে উঠে আসা বল বক্সে জটলার মধ্যে হ্যাণ্ডবল হয়। পরে ফ্রেণ্ডস ইউনিয়নের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফ্রেণ্ডস ইউনিয়নকে ১-০ গোলে এগিয়ে দেন দেবরাজ জমাতিয়া। প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ত্রিবেণী সংঘ। অন্যদিকে ফ্রেণ্ডস ইউনিয়নও গোলের ব্যবধান বাড়াতে পারেনি। বিরতির পর মাঠে নেমে সেই ছন্নছাড়া ফুটবল খেলতে দেখা যায় ত্রিবেণী সংঘকে। মিস পাস খেলতে দেখা যায় তাদের টিমের প্লেয়ারদের। এর মধ্যে স্ট্রাইকাররাও তাদের কাজটুকু সঠিকভাবে করতে পারেনি। অন্যদিকে, গোলের জন্য অনবরত প্রয়াস চালিয়ে যেতে থাকে ফ্রেণ্ডস ইউনিয়ন। পঁয়ত্রিশ মিনিটে আগর কুমার জমাতিয়ার দেওয়া গোলে ম্যাচে ২-০-তে এগিয়ে যায় ফ্রেণ্ডস ইউনিয়ন। ছত্রিশ মিনিটে আবারও গোল করে ফ্রেণ্ডস ইউনিয়ন। গোল করেন হায়ুং জমাতিয়া। শেষ পর্যন্ত ৩-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছছড়ে তারা। রেফারি বিপ্লব সিন্হা।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…