অনলাইন প্রতিনিধি :- উচ্চ আদালতের হস্তক্ষেপে অবশেষে টিসিএ-এর ফ্লাড লাইট দুর্নীতির তদন্ত হতে চলেছে। বিচারপতি অরিন্দম লোধ শুক্রবার টিসিএ মামলার শুনানি শেষে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন স্পেশাল তদন্তকারী টিম (সিট) গঠন করে টিসিএ-এর ফ্লাড লাইট দুর্নীতির তদন্ত করতে। আদালত নির্দেশ দিয়েছে, সিট গঠন করতে হবে এসপি পদমর্যাদার অফিসার দিয়ে এবং সিবিআই-তে কাজ করেছেন, এমন অভিজ্ঞতাসম্পন্ন অফিসার দিয়ে।আগামী দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে টিসিএ-এর অ্যাপেক্স কাউন্সিলারদের দায়ের করা মামলা আবেদনও শুনানি গ্রহণ করে আদালত।শুনানি শেষে অ্যাপেক্স কাউন্সিলারদের মামলায় পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এখন অ্যাপেক্স কাউন্সিলারদেরও বক্তব্য শোনা হবে।শুক্রবার মামলার শুনানিকালে টিসিএ সচিব তাপস ঘোষ, সহসভাপতি তিমির চন্দ এবং কোষাধ্যক্ষ জয়নাল দাসের পক্ষে নিযুক্ত আইনজীবী শঙ্কর লোধ আদালতে সওয়াল করতে গিয়ে বলেন, দুর্নীতি তদন্ত করতে আমাদের কোনও আপত্তি নেই।এই কথা আমরা আগেও বহুবার বলেছি।যে কোনও এজেন্সি দিয়ে, এমনকী সিবিআই দিয়ে তদন্ত হোক।এই ক্ষেত্রে আমাদের কোনও আপত্তি নেই।অপরদিকে,রাজ্য সরকারের পক্ষে বলা হয়, আগে সিট গঠন করে তদন্ত করা হোক।পরবর্তীকালে প্রয়োজন হলে সিবিআই তদন্ত করা যেতে পারে।উচ্চ আদালত দুই পক্ষের বক্তব্য শুনে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয়।উল্লেখ্য,এমবিবি ক্রিকেট মাঠে অত্যাধুনিক ফ্লাড লাইট বসানো নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে শাসক দলের এক পক্ষ অপর পক্ষের উপর অভিযোগের আঙুল তুলে। টিসিএ-এর নির্বাচন থেকেই শাসক দলের দুই গোষ্ঠীর ন্যক্কারজনক কাজিয়া দেখছে রাজ্যবাসী।নির্বাচনে এক গোষ্ঠীর পরাজয়ের পর, টিসিএ- এর ক্ষমতা কুক্ষিগত করার জন্য অন্য খেলা শুরু হয়।সেই খেলার বহি:প্রকাশ ঘটে গত ১৯ জুলাই যা গোটা রাজ্যবাসী দেখেছে এবং এই সম্পর্কে ওয়াকিবহাল। বিরোধের জল গড়ায় উচ্চ আদালতে। বিবদমান দুই গোষ্ঠীর সাথে দুই দফায় আলোচনা করে উচ্চ আদালত মীমাংসার পথ খোঁজে।কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা হলো, গত দুই মাসে দুর্নীতি তদন্তে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।শেষে শুক্রবার উচ্চ আদালত সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে।
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…
কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…
অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…
অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…
অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…