১৮ ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট ডেন্টাল মেডিকেল কলেজের। দু’দুটি মেডিকেল কলেজের পর রাজ্যে স্থাপিত হবে ডেন্টাল কলেজ, তা সত্যিই আরেকটি উল্লেখযোগ্য সাফল্য। আজ বৃহস্পতিবার ছাড়পত্র পাওয়ার পর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একথা জানান। এছাড়াও এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জেকে সিনহা সহ স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু। প্রসঙ্গত ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে ডিসেম্বরের ১২-১৩ তারিখ একটি প্রতিনিধি দল পরিকাঠামো খতিয়ে দেখে যায়। তারপর ১৪ তারিখে ইসি মিটিংয়ে এ প্রসঙ্গ উৎক্ষেপণ করা হয়। সেই ইসি মিটিংয়ে পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট হয়ে ফার্স্ট ইয়ার শুরু করার জন্য যা যা দরকার সব সুবিধাই রয়েছে বলে তারা মিনিস্ট্রি অফ হেলথ ডিপার্টমেন্টে রিপোর্ট প্রদান করেন। আজ ১৫ ডিসেম্বর মিনিস্ট্রি অফ হেলথ ডিপার্টমেন্ট থেকে সবুজ সংকেত আসায় এখন আর কোন বাধা রইল না ডেন্টাল কলেজ স্থাপনে।
এই ডেন্টাল কলেজটি হবে ৫০ আসনের এবং ডিগ্রি শেষ করার সময়সীমা হবে চার বছর। পরবর্তীতে সাড়ে চার বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই ডেন্টাল কলেজটি পরিচালিত হবে। ১৫ শতাংশ আসন শেয়ার হবে ভারত সরকারের। বাকিগুলোর মধ্যে সাত আটটি সিট নর্থ ইস্টের যে সকল রাজ্যে ডেন্টাল কলেজ নেই তার জন্য সংরক্ষিত রাখা হবে। আর প্রায় ২৫ টি আসনের মত ভর্তির প্রক্রিয়া কি হবে তার জন্য কাউন্সিল গঠন করা হবে। কত শতাংশ নম্বর এবং কিসের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মনোনয়ন করা হবে তার সিদ্ধান্ত নেবে এই কাউন্সিল। ২০২৪-২৫ সেশন থেকে শুরু হবে পঠনপাঠন। ভর্তি প্রক্রিয়া পরিচালনা করবেন নীট এবং ছাত্র-ছাত্রীদের থাকার জন্য হোস্টেলের ব্যবস্থাও থাকবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে পারে সেশন এমনটাই আজকের এই সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…