অবশেষে মেডিকেল টেস্ট, গুয়াহাটি যাচ্ছে ২০ জনের টিম

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদে তথ্যবহুল সংবাদ প্রকাশের পরই অবশেষে টিএফএর মহিলা ফুটবলারদের মেডিকেল টেস্ট নিয়ে ঝামেলা মিটলো । সম্ভাব্য দলে থাকা সমস্ত ফুটবলারদের মেডিকেল টেস্ট করানো হয়েছে এবং তার রিপোর্টও হাতে পেয়ে গেছে টিএফএ । জানা গেছে , বাইশজনের মধ্যে নাকি দুজন মেডিকেল টেস্টে আনফিট । ফলে যে কুড়িজন রয়েছে তাদের এবার গুয়াহাটিতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে টিএফএ । যতদূর জানা গেছে , আজ মেডিকেল রিপোর্ট হাতে পেয়ে যথারীতি কুড়িজন মহিলা ফুটবলারের মেডিকেল টেস্টের রিপোর্ট সহ তাদের নামে সিএমএস করতে ফেডারেশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে । অর্থাৎ কুড়িজন ফুটবলার এবং তিনজন অফিসিয়াল সহ মোট তেইশজনের টিম যাচ্ছে গুয়াহাটিতে আয়োজিত অনূর্ধ্ব সতেরো জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসরে অংশগ্রহণ করতে । আগামী চৌদ্দ জুন আগরতলা থেকে সড়ক পথ ধরে গুয়াহাটিতে রওনা দিচ্ছে রাজ্যদল ।

তবে এর মধ্যে গুয়াহাটির আগে কিছু কিছু জায়গায় সড়কপথের বেহাল অবস্থার কারণে স্বাভাবিক গাড়ি চলাচল তেমনটা হচ্ছে না । এ বিষয়ে এখন কিছুটা চিন্তায় রয়েছে টিএফএর কর্মকর্তারা । এর মধ্যেই গুয়াহাটিতে আয়োজিত জাতীয় জুনিয়র মহিলা ফুটবল আসরে অংশগ্রহণের জন্য জোরকদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে মহিলা ফুটবলাররা । বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের মাঠে সকাল ও বিকাল দু’বেলা অনুশীলন চলছে । প্র্যাকটিসে কোনওরকম খামতি দিচ্ছেন না দলীয় কোচ শোভেনজিৎ সিন্হা । যদিও এই টিম নিয়ে খুব একটা খুশি নন তিনি । ওনার বক্তব্য যে , জাতীয় জুনিয়র মহিলা ফুটবলের মতো একটা আসরে চ্যালেঞ্জ ছোড়ার মতো অন্তত আরও ভালো টিম হওয়া উচিত ছিল । আরও কিছুটা সময় নিয়ে প্র্যাকটিস করানো গেলে হয়তো একটা ব্যালান্স টিম গঠন করা যেতো । তবে সেই সুযোগ মেলেনি । ওনার বক্তব্য যে , ছেলেদের মতো মেয়েরা সারা বছর সেভাবে প্র্যাকটিসের সাথে যুক্ত থাকে না । যার কারণে তাদের পারফরম্যান্স সব সময় এক জায়গায় থাকে না । নিয়মিত প্র্যাকটিসে থাকলে ফুটবলারদের পারফরম্যান্স ভালো জায়গায় থাকে ।

এর মধ্যে ত্রিপুরা স্পোর্টস স্কুলের যে কয়েকজন ফুটবলার টিমে রয়েছেন তাদের বর্তমান পারফরম্যানও খুব একটা ভালো নয় । সব মিলিয়ে রাজ্যদল যে খুব একটা ভালো হয়েছে তা বলার কোনও সুযোগ নেই । উল্লেখ্য , আগামী ১৮ জুন থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে জাতীয় জুনিয়র মহিলা ফুটবলের এই আসর । প্রতিযোগিতায় বেশ শক্ত গ্রুপে রয়েছে । এফ গ্রুপে রয়েছে ত্রিপুরা । এই গ্রুপে রয়েছে মহারাষ্ট্র , চণ্ডীগড় , দাদরা নগর হাভেলি ও ওড়িশা । আঠারো জুন গ্রুপের প্রথম ম্যাচে ত্রিপুরার সামনে মহারাষ্ট্র । কুড়ি জুন গ্রুপের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার লড়াই চণ্ডীগড়ের সাথে । বাইশ জুন গ্রুপের তৃতীয় ম্যাচে ত্রিপুরা ও দাদরা নগর হাভেলি মুখোমুখি হচ্ছে এবং চব্বিশ জুন গ্রুপের চতুর্থ তথা শেষ ম্যাচে ত্রিপুরার সামনে ওড়িশা । ঊনত্রিশ এবং ত্রিশ জুন কোয়ার্টার ফাইনাল এবং একুশ জুন সেমিফাইনালের দুটো ম্যাচ হচ্ছে । চার জুলাই ফাইনাল ম্যাচ । এদিকে , টিএফএর তরফে সরকারীভাবে রাজ্যের দল ঘোষণা করা হয়নি । যদিও তবে যতদূর খবর , বাসন্তী রিয়াং দলনায়িকা এবং কবিতা দেববর্মাকে সহ অধিনায়িকা হিসাবে দলে রাখার সম্ভাবনা রয়েছে । খুব সম্ভবত আগামীকাল চূড়ান্ত দল ঘোষণা করতে পারে টিএফএ ।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

8 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

14 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

1 day ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

1 day ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

1 day ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

1 day ago