ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!
অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪ মে দেশের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বি আর গাভাই। কুড়ি বছরের কর্মজীবন থেকে অবসর নেওয়ার দিন তিনি উত্তরসূরির প্রশংসা করে স্পষ্ট বার্তা দিলেন। জনসাধারণের আস্থা এমনিই পাওয়া যায় না। এটি অর্জন করতে হয় এবং সুপ্রিম কোর্ট তা করেছে। ২০ বছরের কর্মজীবন শেষ হল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। ২০০৫ সালে তাঁকে দিল্লি হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। এক বছর পর সেখানেই স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সালে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি।