Categories: বিদেশ

অবিশ্বাস্য! প্রায় ১০০ বছর পর আমেরিকার লাইব্রেরিতে ফিরল বই!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অনেকে রসিকতা করে বলেন যে, দোকান থেকে বই কখনও ‘চুরি’ হয় না,বলতে হয় পাঠক ‘সংগ্রহ’ করেছেন!তেমনই অনেকে বলেন, কাঙ্খিত একটি বই লাইব্রেরি থেকে পড়তে নিয়ে সচেতন ভাবে ফেরত না দিলেও, সেই ঘটনাকে নাকি একজন পাঠকের ‘পুস্তকপ্রেম’ হিসাবেই দেখা উচিত। মোদ্দাকথা, বইচোরদের যুক্তির অভাব নেই।
গ্রন্থাগার থেকে বই নিয়ে অধিকাংশ পাঠকই নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়ে অন্য একটি বই নেন। কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হয়। ফেরত দিতে বছরও পেরিয়ে যায়। আর্থিক দণ্ড দিয়ে কেউ সে বই ফেরত দেন, কেউ গা ঢাকা দেন। তবে আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি অ্যান্ড হ্যামিলটন কাউন্টি পাবলিক লাইব্রেরিতে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, গ্রন্থাগার বিশেষজ্ঞরা বলেছেন, এমন ঘটনা ১০ লাখের মধ্যে মাত্র একটি ঘটে।
বার্ট্রান্ড ডব্লিউ সিনক্লেয়ারের লেখা ‘ওয়াইল্ড ওয়েস্ট’ বইটি কোনও পাঠক এই গ্রন্থাগার থেকে নিয়েছিলেন ১৯০০ সালের দ্বিতীয় দশকে।প্রায় একশো বছর পর অবিশ্বাস্য ভাবে সে বই ফিরে এসেছে এই গ্রন্থাগারে।লাইব্রেরি কর্তৃপক্ষ সমাজমাধ্যমে সম্প্রতি বইটি ফেরত আসার খবর জানিয়েছে। তারা বলেছে, ১৯২৬ সালে সর্বশেষ পড়তে নেওয়া বইটি গত বছরের শেষ দিকে তাদের প্রিন্স হিল শাখায় ফিরে এসেছে। যার অর্থ ঠিক ৯৮ বছর বাদে! এত দিন পর কোথা থেকে বইটি গ্রন্থাগারে ফেরত এল, সে উত্তরও দিয়েছে গ্রন্থাগার কর্তৃপক্ষ।গ্রন্থাগারিক ক্রিস্টোফার স্মিথ বলেছেন,একটি পরিবার তাদের একজন বয়স্ক বন্ধুর বাড়ির বইয়ের তাকে থাকা ওই বইটি খুঁজে পেয়েছেন। বই পাওয়ার কয়েক দিন আগে ওই বন্ধুটি মারা যান। স্থানীয় সংবাদমাধ্যমে ক্রিস্টোফার স্মিথ বলেন, ‘যেহেতু আমরা এ বিষয়ে কিছু জানি না, তাই ধরে নিয়েছি ওই ব্যক্তিই গ্রন্থাগার থেকে বইটি নিয়েছিলেন।’
বার্ট্রান্ড ডব্লিউ সিনক্লেয়ারের ‘ওয়াইল্ড ওয়েস্ট’ ফিরে না আসায় কয়েক বছর পর গ্রন্থাগার কর্তৃপক্ষ বইটির নতুন কপি কিনে আনে। সেই বইটি এখনও গ্রন্থাগারে আছে এবং লোকজন সেটি পড়তে নেন। ফিরে পাওয়া বইটি সম্পর্কে স্মিথ বলেন, ‘বইটি খুব ভাল অবস্থায় আছে, বলতে গেলে এটি প্রায় শত বছরের পুরোনো বই!সত্যিই এটি অবাক করা ব্যাপার।’
গ্রন্থাগার থেকে বই নেওয়ার পর সেটি নির্দিষ্ট সময়ে ফেরত না দিলে জরিমানা দিতে হয়। তবে এই বইয়ের বেলায় কোনও আর্থিক জরিমানা করা হচ্ছে না বলে জানান স্মিথ। যদি জরিমানা করা হতো, তবে অতীত ব্যবস্থা অনুযায়ী ৯৮ বছর দেরি করার জন্য প্রায় ৭৩০ মার্কিন ডলার (ভারতীয় টাকায় ধরলে ৬২ হাজার টাকা!) আর্থিক দণ্ড লাগত।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মধ্যগগনে বিমানের চাকা ফেটে বিপত্তি !

অনলাইন প্রতিনিধি :-জয়পুর থেকে চেন্নাই এর পথে যাচ্ছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানটি যখন মাঝআকাশে তখনই…

3 hours ago

মায়ানমারে একের পর এক এয়ারস্ট্রাইক!!

অনলাইন প্রতিনিধি :-ভূমিকম্পের ভয়াবহ ক্ষত এখনও চাপা পড়েনি। তারই মধ্যে দেশের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে বিমান…

3 hours ago

রসিকতা ও রসবোধ!!

রাজনীতিকদের লইয়া, সাংবিধানিক পদাধিকারীদের লইয়া সংবাদ মাধ্যমে কৌতুক, কার্টুন,সমালোচনা কোনও নতুন বিষয় নহে।মহাত্মা গান্ধী কোনদিনই…

4 hours ago

লাইনচ্যুত কামাক্ষ্যা এক্সপ্রেস, উল্টে গেল একাধিক কামড়া!!

অনলাইন প্রতিনিধি :-লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ্যা এক্সপ্রেস। উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে, বেঙ্গালুরু…

4 hours ago

গরমের পারদ ৪০° ছুঁতে পারে রাজ্যে!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যজুড়ে প্রচন্ডগরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।শনিবার থেকে আগামী তিনদিনের জন্য রাজ্যজুড়ে প্রচণ্ড…

5 hours ago

পুর নিগমের বর্ধিত এলাকায় – উন্নয়নের কাজ চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের বর্ধিত এলাকা বিশেষ করে ৪৮, ৪৯, ৫০ এবং ৫১ নম্বর…

5 hours ago