অবৈধ বিয়ে আটকে দিল চাইল্ডলাইন ও পুলিশ!!

 অবৈধ বিয়ে আটকে দিল চাইল্ডলাইন ও পুলিশ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-১৬ বছরের নাবালিকা তানিয়া আক্তারের বিয়ে ভেঙ্গে দিল চাইল্ডলাইন কর্তৃপক্ষ। যেখানে সরকার বেটি বাচাও বেটি পড়াও স্লোগান কে সামনে রেখে কঠোর আইন করেছে। সেখানেই কিছু অভিভাবক এই আইনের তোয়াক্কা না করে আইনকে তাদের নিজের মর্জি মাফিক অনুসরণ করছে। শনিবার রাতের অন্ধকারে এক পরিবার ১৬ বছরের নাবালিকাকে বিয়ে অবৈধ ভাবে দিয়ে দিচ্ছিল। রাত তখন আটটা, খবর যায় চাইল্ডলাইন ও কলমচৌড়া থানার পুলিশের কাছে। সাথে সাথেই পুলিশ ও চাইল্ডলাইন জাহাঙ্গীর আলমের বাড়িতে হানা দেয় এবং অবৈধ এই বিয়ে ভেঙ্গে দেয়। নাবালিকা তরফে বিস্ফোরক অভিযোগ উঠে, নাবালিকার ইচ্ছের অমতেই নাকি বাবা, কাকা এবং পিসি তার মায়ের অনুপস্থিতিতে এই বিয়ে জোরপূর্বক দিয়ে দিচ্ছিল, পাশ্ববর্তী এলাকারই নুর আলম নামে পেশায় JCB ড্রাইভার এক যুবকের সাথে।
প্রসঙ্গত, নাবালিকা মেয়েটি সোনামুড়া মাদ্রাসায় নবম শ্রেণীর ছাত্রী।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.