অভিনব উদ্যোগ শিক্ষা দপ্তরের

এই খবর শেয়ার করুন (Share this news)

বিদ্যালয় চলো অভিযান প্রকল্পে রাজ্য শিক্ষা দপ্তর এবার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ‘ শিক্ষার পাশাপাশি রোজগার ’ এবং স্কুলছুট শিশুদের পুনরায় স্কুলমুখী করতেই শিক্ষা দপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে । এই বিষয়ে শুক্রবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহাকরণে সাংবাদিক সম্মেলন করে উদ্যোগের বিস্তারিত জানান । তিনি বলেন , গত দুই বছর কোভিডের কারণে স্কুল বন্ধ ছিলো । এরপর স্কুল যখন পুনরায় খুলে , তখন স্কুলস্তরে সার্ভে করে দেখা যায় ওই দুই বছরে ৬ বছর থেকে ১৪ বছর বয়স পর্যন্ত ৮৮৫০ জন ছাত্রছাত্রী বিদ্যালয় ছুট হয়ে গেছে । জাতীয় শিক্ষানীতির মূল নীতিই হচ্ছে একজন শিশুও যেন শিক্ষার বাইরে না থাকে । তাই এই বিদ্যালয়ছুট শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করে শিক্ষাঙ্গনে নিয়ে আসতে শিক্ষা দপ্তর পুনরায় গোটা রাজ্যব্যাপী সার্ভের কাজ শুরু করতে যাচ্ছে । এই সার্ভের কাজ করবে কলেজের তৃতীয় বর্ষে পাঠরত ছাত্রছাত্রীরা । এরা স্বেচ্ছা গণনাকারী হিসেবে কাজ করবে । যতজন শিশু বিদ্যালয়ছুট হয়ে গেছে এবং এদের বাইরে আরও কোনও শিশু রয়েছে কিনা , তা সার্ভে করবে কলেজের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা । তারা যদি ওই শিশুর পিতামাতাকে বুঝিয়ে পুনরায় বিদ্যালয়ে নিয়ে আসতে পারে , তাহলে প্রতি ছাত্রের জন্য স্বেচ্ছা গণনাকারীদের পাঁচশ টাকা করে দেওয়া হবে । এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ আর্ন উইথ লার্ন ‘ । শিক্ষামন্ত্রী জানান , এডিসি সহ সারা রাজ্যে সরকারী স্তরে ৪৩০০ টি ৪৩০০ টি বিদ্যালয় আছে । এরজন্য সারা রাজ্যে দশ হাজার স্বেচ্ছা গণনাকারী প্রয়োজন হবে । এদেরকে সহায়তা করবে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা ।

কেননা তারা জানে কোথায় কোথায় এই ধরনের শিশু রয়েছে । মন্ত্রী জানান , এই সার্ভের কাজটি চলতি মাসের শেষ দিকে শুরু করা হবে । ইতিমধ্যে কলেজগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে , ইচ্ছুক ছাত্রছাত্রীদের নামের তালিকা পাঠাতে । এরপরও যদি অবশিষ্ট থাকে তাহলে সেই সার্ভের কাজ পরে শিক্ষক শিক্ষিকারা করবে । তাদেরকে ছাত্র পিছু দুইশ টাকা করে দেওয়া হবে শিক্ষামন্ত্রী জানান , এবার থেকে শিক্ষা দপ্তর নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল ব্যাগ দেবে । যা আগে কোনওদিন দেওয়া হয়নি । খুব শীঘ্রই স্কুল ব্যাগের জন্য ই – টেণ্ডার করা হবে । এর জন্য ১ লক্ষ ৫১ হাজার ৭১৯ টি ব্যাগ লাগবে এ বছর । এর জন্য খরচ হবে ৭ কোটি ৫৮ লক্ষ ৫৯ হাজার টাকা এছাড়াও প্রতি বছর মেয়েদের পোশাকের জন্য এবং এসটি , এসসি এবং বিপিএল ভুক্ত ছাত্রদের পোশাকের জন্য ৬০০ টাকা করে দেওয়া হয় । এই ক্ষেত্রে ব্যয় হবে ২০ কোটি ৭৬ লক্ষ ৩৫ হাজার টাকা । এছাড়াও প্রতি বছর নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয় বিনামূল্যে । ২৩ হাজার ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে । এরজন্য ব্যয় হবে সাড়ে নয় কোটি টাকা । সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান , ডোর – টু – ডোর সার্ভে করা হবে । লক্ষ্য হবে যেভাবেই হোক ওই সব শিশুদের এবং অন্য শিশুও যদি থেকে থাকে , তাদের পিতা মাতাকে বুঝিয়ে শিক্ষার গণ্ডিতে নিয়ে আসা ।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

8 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

8 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

8 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

8 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago