অভিনব উদ্যোগ শিক্ষা দপ্তরের

এই খবর শেয়ার করুন (Share this news)

বিদ্যালয় চলো অভিযান প্রকল্পে রাজ্য শিক্ষা দপ্তর এবার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ‘ শিক্ষার পাশাপাশি রোজগার ’ এবং স্কুলছুট শিশুদের পুনরায় স্কুলমুখী করতেই শিক্ষা দপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে । এই বিষয়ে শুক্রবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহাকরণে সাংবাদিক সম্মেলন করে উদ্যোগের বিস্তারিত জানান । তিনি বলেন , গত দুই বছর কোভিডের কারণে স্কুল বন্ধ ছিলো । এরপর স্কুল যখন পুনরায় খুলে , তখন স্কুলস্তরে সার্ভে করে দেখা যায় ওই দুই বছরে ৬ বছর থেকে ১৪ বছর বয়স পর্যন্ত ৮৮৫০ জন ছাত্রছাত্রী বিদ্যালয় ছুট হয়ে গেছে । জাতীয় শিক্ষানীতির মূল নীতিই হচ্ছে একজন শিশুও যেন শিক্ষার বাইরে না থাকে । তাই এই বিদ্যালয়ছুট শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করে শিক্ষাঙ্গনে নিয়ে আসতে শিক্ষা দপ্তর পুনরায় গোটা রাজ্যব্যাপী সার্ভের কাজ শুরু করতে যাচ্ছে । এই সার্ভের কাজ করবে কলেজের তৃতীয় বর্ষে পাঠরত ছাত্রছাত্রীরা । এরা স্বেচ্ছা গণনাকারী হিসেবে কাজ করবে । যতজন শিশু বিদ্যালয়ছুট হয়ে গেছে এবং এদের বাইরে আরও কোনও শিশু রয়েছে কিনা , তা সার্ভে করবে কলেজের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা । তারা যদি ওই শিশুর পিতামাতাকে বুঝিয়ে পুনরায় বিদ্যালয়ে নিয়ে আসতে পারে , তাহলে প্রতি ছাত্রের জন্য স্বেচ্ছা গণনাকারীদের পাঁচশ টাকা করে দেওয়া হবে । এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ আর্ন উইথ লার্ন ‘ । শিক্ষামন্ত্রী জানান , এডিসি সহ সারা রাজ্যে সরকারী স্তরে ৪৩০০ টি ৪৩০০ টি বিদ্যালয় আছে । এরজন্য সারা রাজ্যে দশ হাজার স্বেচ্ছা গণনাকারী প্রয়োজন হবে । এদেরকে সহায়তা করবে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা ।

কেননা তারা জানে কোথায় কোথায় এই ধরনের শিশু রয়েছে । মন্ত্রী জানান , এই সার্ভের কাজটি চলতি মাসের শেষ দিকে শুরু করা হবে । ইতিমধ্যে কলেজগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে , ইচ্ছুক ছাত্রছাত্রীদের নামের তালিকা পাঠাতে । এরপরও যদি অবশিষ্ট থাকে তাহলে সেই সার্ভের কাজ পরে শিক্ষক শিক্ষিকারা করবে । তাদেরকে ছাত্র পিছু দুইশ টাকা করে দেওয়া হবে শিক্ষামন্ত্রী জানান , এবার থেকে শিক্ষা দপ্তর নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল ব্যাগ দেবে । যা আগে কোনওদিন দেওয়া হয়নি । খুব শীঘ্রই স্কুল ব্যাগের জন্য ই – টেণ্ডার করা হবে । এর জন্য ১ লক্ষ ৫১ হাজার ৭১৯ টি ব্যাগ লাগবে এ বছর । এর জন্য খরচ হবে ৭ কোটি ৫৮ লক্ষ ৫৯ হাজার টাকা এছাড়াও প্রতি বছর মেয়েদের পোশাকের জন্য এবং এসটি , এসসি এবং বিপিএল ভুক্ত ছাত্রদের পোশাকের জন্য ৬০০ টাকা করে দেওয়া হয় । এই ক্ষেত্রে ব্যয় হবে ২০ কোটি ৭৬ লক্ষ ৩৫ হাজার টাকা । এছাড়াও প্রতি বছর নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয় বিনামূল্যে । ২৩ হাজার ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে । এরজন্য ব্যয় হবে সাড়ে নয় কোটি টাকা । সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান , ডোর – টু – ডোর সার্ভে করা হবে । লক্ষ্য হবে যেভাবেই হোক ওই সব শিশুদের এবং অন্য শিশুও যদি থেকে থাকে , তাদের পিতা মাতাকে বুঝিয়ে শিক্ষার গণ্ডিতে নিয়ে আসা ।

Dainik Digital

Recent Posts

যান স্বল্পতায় বিলম্বিত বিমান যাত্রীরা রাতে দুর্ভোগে পড়েন!!

অনলাইন প্রতিনিধি :- অনেক রাতে এমবিবি আগরতলা বিমানবন্দরে বিলম্বিত বিমান যাত্রীরা আবারও যানবাহনের অভাবে চরম…

10 hours ago

এআরসি প্রযুক্তির চাষে স্বনির্ভরতার পথে রাজ্য!!

অনলাইন প্রতিনিধি:- রাজ্যে কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের…

10 hours ago

ফুলে’ কুঠারাঘাত!!

রাজা রামমোহন, বিদ্যাসাগর, নবগোপাল মিত্র, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, প্রমথনাথ চট্টোপাধ্যায়, বাংলার বুকে…

10 hours ago

অপারেশন টেবিলে তিন প্রসূতি বিদ্যুৎ উধাও, তেল নেই জেনারেটরে!!

অনলাইন প্রতিনিধি:- মেলাঘরস্থিত মহকুমা হাসপাতালে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসক। শুক্রবার বেলা বারোটা…

10 hours ago

নারীদের সাথে অসভ্যতা বরদাস্ত নয়, কংগ্রেস বিধায়কের বক্তব্য ভিত্তিহীন হাস্যকর: প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে মহিলা- মা-বোনদের সাথে অনৈতিক আচরণ হলে, এর সাথে জড়িত একজনকেও ছাড় প্রদান…

1 day ago

এ কেমন পুনর্বাসন!!

এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভি। ৬০০ একর এলাকা নিয়ে তার বিস্তার। সত্তর-আশি বছর ধরে ধারাভি…

1 day ago