একটি মোটরবাইকে একই সময়ে সর্বাধিক
দু’জন চড়তে পারেন। এমনকী, তিনজনও বসতে পারেন মাঝেমধ্যে। কিন্তু এমন একটি ই-বাইক বাজারে আসছে যেখানে দুই বা চারজন নয়, একসঙ্গে দশ জন বসতে পারবেন। বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। ঠিক এমন একটি মোটরবাইক তৈরি করে
তাক লাগালেন দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ।
রীতিমতো নতুন প্রযুক্তিতে ১০ আরোহীর বসার লম্বা ইলেকট্রিক মোটরবাইক তৈরি করা হয়েছে। যেটি আস্ত চার চাকার গাড়িকেও হার মানাবে। এক চার্জেই বাইকটি চলবে ১০০ কিলোমিটার পথ। সেক্ষেত্রে খরচ হবে মাত্র ৮ টাকা। বাইক নির্মাণে সময় লেগেছে ২২ দিন। বাইকটি তৈরি করতে খরচ পড়েছে ১৫,০০০ টাকা। শুধুমাত্র বিদ্যুতেই চার্জ করা যাবে এরকম নয়। সৌর বিদ্যুতেও এর ব্যাটারি চার্জ করা যাবে। ভারতে পেট্রোল চালিত যানবাহনের বিকল্প হিসেবে ইলেকট্রিক গাড়ি ও বাইকের রমরমা বাজারে এই দশ যাত্রীর গাড়ি সাড়া জাগাতে পারবে।
পশ্চিমবঙ্গের দুর্গাপুরের গোপাল মাঠের দুবচুরিয়া গ্রামের বাসিন্দাছোটন তপাদার দশযাত্রীর ই-বাইক বানিয়ে সাড়া জাগিয়েছে। আমজনতার চাহিদায় এই গাড়ি নির্মাণ করার জন্য ছোটন এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের জন্য
আবেদন করেছেন। এছাড়া মহকুমা শাসকের কাছেও সাহায্যের আর্জি জানিয়েছেন এই যুবক। ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে এই মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তার দু-পাশের লোকজন দাঁড়িয়ে পড়েন এই অভিনব বাইক দেখার জন্য। ছোটন বিভিন্ন পুজোর
প্যান্ডেল এবং অন্যান্য অনুষ্ঠানে ফুল দিয়ে সাজানোর কাজ করেন। সেই কাজে সহযোগিতা করেন তার ১০ বন্ধু। সেই বন্ধুদের সহযোগিতাতেই এই বাইকটি তৈরি করেছেন ছোটন। তিনি বলেন, ‘দু’বছর আগেও পুরনো
মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে একটি লম্বা বাইক বানিয়েছিলাম। কিন্তু প্রশাসনের কর্তারা সেই গাড়ি রাস্তায় নামাতে বারণ করেন। তাই এবার পুরনো গাড়ির চাকা এবং মিনি ট্রাকের
১২ ভোল্টের ব্যাটারি জোগাড় করে ৮০০ এইচপির মোটর এবং ৪৫০ ওয়াটের কন্ট্রোলার লাগিয়ে এই আধুনিক ই-বাইক তৈরি করেছি।’
অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…
শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…