Categories: বিদেশ

অভিনেতা হিরো আলম প্রার্থী হওয়ায় চাঞ্চল্য বগুড়ায়

এই খবর শেয়ার করুন (Share this news)

শিয়রে কড়া নাড়ছে
বাংলাদেশের লোকসভা নির্বাচন।
পড়শি দেশে বাড়ছে রাজনৈতিক
উত্তাপ। ভোটের বাজারে খবরের
শিরোনামে বাংলাদেশের স�োশ্যাল
মিডিয়া তারকা হিরো আলম।
সমাজমাধ্যমে একজন কৌতূকশিল্পী
হিসাবে রীতিমতো জনপ্রিয় আসরাফুল
আলম ওরফে হিরো আলম।
বিএনপির এক সাংসদের পদত্যাগের
জেরে বগুড়ার শূন্য ঘোষিত জাতীয়
সংসদের দুটি আসনে উপনির্বাচন
অনুষ্ঠিত হচ্ছে। ওই দুটি আসন
থেকে উপনির্বাচনে প্রার্থী হওয়ার
ঘোষণা করেছেন হিরো আলম।
নির্দল প্রার্থী হিসাবে তিনি লড়বেন।
একদা কেবল টিভির ব্যবসা করতেন।
সেখানে নিজের নানা অঙ্গভঙ্গির ছোট
ছোট ভিডিয়ো তৈরি করে ইউটিউবে
ছাড়তেন। সেই করেই এখন তিনি
তারকা। কখনও বেসুরো গান, কখনও
অভিনয় আবার কখনও কবিতা পাঠ,
নানা ভাবে সশ্যাল মিডিয়ায় খবরে
থাকেন হিরো। এবার তিনি ভোটের
ময়দানে। জিতলেই হয়ে যাবেন
সাংসদ।
ভোটে লড়াইয়ের ইচ্ছা
প্রকাশ করে জাতীয় পার্টির কাছেও
গিয়েছিলেন হিরো। কিন্তু তারা
কেউ হিরোকে প্রার্থী করতে চাননি।
হিরো বলে দেন তিনি নির্দল হিসাবে
লড়বেন। বগুড়া-৬ (সদর) ও বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের
উপনির্বাচনে দুটি আসনেই হিরো
আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন
বলে জানিয়েছেন জেলা নির্বাচন
কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার
মাহমুদ হাসান।
নিজের প্রতিক্রিয়ায় হিরো জানান,
তিনি এবার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা
করবেন। তার বাড়ি বগুড়া সদরে
হওয়ায় তিনি এলাকাবাসীর দাবিতেই
এই আসনে ভোটে লড়বেন। এছাড়া
বগুড়া-৪ আসনে তিনি একবার
প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলেই
এবারও সেখান থেকে নির্বাচনে অংশ
নেবেন। হিরো আলম বলেন, ‘বগুড়া
সদর ও কাহালু-নন্দীগ্রামের ভোটাররা
যাতে মনঃক্ষুণ্ণ না হন সেই কারণেই
আমি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার
সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন সুষ্ঠু ও
নিরপেক্ষ হলে আমি জিতব।’ হিরো
বলেন, ‘আমি বড় বড় কথা বলব না,
ভোটে জিতলেই এলাকার কাজ করে
দেখিয়ে দেবো।’ সাংসদ নির্বাচিত
হলে স�োশ্যাল মিডিয়ায় সময় কমিয়ে
দেবেন তিনি, জানান হিরো।
হিরো আলম সপ্তম শ্রেণি পর্যন্ত
লেখাপড়া করেছেন। বগুড়া সদরের
এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম
এক সময় ডিশ সংযোগের ব্যবসা
ও সিডি বিক্রি করতেন। শৈশবে
চানাচুরও বিক্রি করেছেন। ২০০৮
সালে তিনি মডেলিং পেশায় আসেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

9 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

13 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

13 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

15 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

15 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

15 hours ago