Categories: বিদেশ

অভিনেতা হিরো আলম প্রার্থী হওয়ায় চাঞ্চল্য বগুড়ায়

এই খবর শেয়ার করুন (Share this news)

শিয়রে কড়া নাড়ছে
বাংলাদেশের লোকসভা নির্বাচন।
পড়শি দেশে বাড়ছে রাজনৈতিক
উত্তাপ। ভোটের বাজারে খবরের
শিরোনামে বাংলাদেশের স�োশ্যাল
মিডিয়া তারকা হিরো আলম।
সমাজমাধ্যমে একজন কৌতূকশিল্পী
হিসাবে রীতিমতো জনপ্রিয় আসরাফুল
আলম ওরফে হিরো আলম।
বিএনপির এক সাংসদের পদত্যাগের
জেরে বগুড়ার শূন্য ঘোষিত জাতীয়
সংসদের দুটি আসনে উপনির্বাচন
অনুষ্ঠিত হচ্ছে। ওই দুটি আসন
থেকে উপনির্বাচনে প্রার্থী হওয়ার
ঘোষণা করেছেন হিরো আলম।
নির্দল প্রার্থী হিসাবে তিনি লড়বেন।
একদা কেবল টিভির ব্যবসা করতেন।
সেখানে নিজের নানা অঙ্গভঙ্গির ছোট
ছোট ভিডিয়ো তৈরি করে ইউটিউবে
ছাড়তেন। সেই করেই এখন তিনি
তারকা। কখনও বেসুরো গান, কখনও
অভিনয় আবার কখনও কবিতা পাঠ,
নানা ভাবে সশ্যাল মিডিয়ায় খবরে
থাকেন হিরো। এবার তিনি ভোটের
ময়দানে। জিতলেই হয়ে যাবেন
সাংসদ।
ভোটে লড়াইয়ের ইচ্ছা
প্রকাশ করে জাতীয় পার্টির কাছেও
গিয়েছিলেন হিরো। কিন্তু তারা
কেউ হিরোকে প্রার্থী করতে চাননি।
হিরো বলে দেন তিনি নির্দল হিসাবে
লড়বেন। বগুড়া-৬ (সদর) ও বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের
উপনির্বাচনে দুটি আসনেই হিরো
আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন
বলে জানিয়েছেন জেলা নির্বাচন
কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার
মাহমুদ হাসান।
নিজের প্রতিক্রিয়ায় হিরো জানান,
তিনি এবার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা
করবেন। তার বাড়ি বগুড়া সদরে
হওয়ায় তিনি এলাকাবাসীর দাবিতেই
এই আসনে ভোটে লড়বেন। এছাড়া
বগুড়া-৪ আসনে তিনি একবার
প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলেই
এবারও সেখান থেকে নির্বাচনে অংশ
নেবেন। হিরো আলম বলেন, ‘বগুড়া
সদর ও কাহালু-নন্দীগ্রামের ভোটাররা
যাতে মনঃক্ষুণ্ণ না হন সেই কারণেই
আমি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার
সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন সুষ্ঠু ও
নিরপেক্ষ হলে আমি জিতব।’ হিরো
বলেন, ‘আমি বড় বড় কথা বলব না,
ভোটে জিতলেই এলাকার কাজ করে
দেখিয়ে দেবো।’ সাংসদ নির্বাচিত
হলে স�োশ্যাল মিডিয়ায় সময় কমিয়ে
দেবেন তিনি, জানান হিরো।
হিরো আলম সপ্তম শ্রেণি পর্যন্ত
লেখাপড়া করেছেন। বগুড়া সদরের
এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম
এক সময় ডিশ সংযোগের ব্যবসা
ও সিডি বিক্রি করতেন। শৈশবে
চানাচুরও বিক্রি করেছেন। ২০০৮
সালে তিনি মডেলিং পেশায় আসেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

18 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

19 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

19 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago