এলাম – খেললাম – জয় করলাম । পনেরোতম আইপিএলের শিরোপা দখলের পর গুজরাট টাইটাব্দের ক্ষেত্রে ঠিক এই কথাগুলিই যেন ভীষণভাবে প্রযোজ্য । এবারের আইপিএলে প্রথম খেলতে এসেই বাজিমাত । দেশ যেমন দুই গুজরাটির নেতৃত্বে চলছে তেমনিই যেন এবারের আইপিএলে গুজরাটের দখলে গেলো । আজ রাতে পনেরোতম আইপিএলের খেতাবি যুদ্ধে গুজরাট টাইটান্স সাত উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ট্রফি জিতে নেয় । তবে এ কথা বলতেই হবে যে , আজকের ফাইনালে রাজস্থানের চ্যালেঞ্জ যতটা কঠিন ছিল না । যা হার্দিকদের অতিক্রম করা কঠিন ছিল । অবশ্য প্রতিপক্ষকে ১৩১ রানের লক্ষ্যমাত্রা দেওয়ার পর রাজস্থানের ফিল্ডাররা যে কয়টি ক্যাচ ছেড়েছেন তাতে ফাইনাল ম্যাচ জেতা সম্ভব ছিলো না । হার্দিক পাণ্ডিয়ার বিধ্বংসী বোলিংয়ের মুখে রাজস্থান যখন ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানে আটকে যায় তখনই কিন্তু ম্যাচের ভাগ্য লিখন হয়ে গিয়েছিল । ১৩০ রানের জবাবে গুজরাটের প্রথম ট্রফি জিততে খরচ করতে হয় ১৮.১ ওভার ও ৩ উইকেট । গুজরাট টাইটান্স ট্রফি জিতলো সাত উইকেটে । বোলিংয়ের পর ব্যাট হাতেও সফল হার্দিক ।
৩০ বলে করে যান ৩৪। শুভম গিল ৪৩ বলে ৪৫ এবং ডেভিড মিলার ১৯ বলে ৩২ রান করেন । ঘরের মাঠে ট্রফি গুজরাটের দখলে । টস জিতে সঞ্জু স্যামসন যখন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তখন মনে হয়েছিল আজ ঝড় তুলবে রাজস্থান রয়্যালসের ব্যাটাররা । যশভী এবং জস বাটলার অবশ্য সেভাবেই শুরু করেছিলেন । আগের ম্যাচে শানদার শতরান করেছিলেন বাটলার । কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে যশভী যখন যশ দয়ালের শিকার হয় তখনই যেন রানের গতি কম হওয়ার পথ তৈরি হয় । যশভী ১৬ বলে ২২ রান করেন । অধিনায়ক সঞ্জু স্যামসন ১১ বলে ১৪ রান করে ফিরে যান । তারপরই ধস নামে রাজস্থানে । গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বল হাতে বিধ্বংসী হয়ে উঠেন । রাজস্থান ২০ ওভারের খেলা যখন শেষ করে তখন তাদের রান ৯ উইকেটে মাত্র ১৩০। বাটলার ৩৫ বলে করেন ৩৯। পাণ্ডিয়া মাত্র ১৭ রানে তুলে নেন তিন উইকেট । সাই কিশোর ২০ রানে পান দুই উইকেট । আইপিএলের ফাইনালে প্রতিপক্ষের সামনে ১৩১ রানের লক্ষ্যমাত্রা দেয় রাজস্থান ।
বলা চলে ম্যাচের লাগাম যেন তখনই গুজরাটের হাতে চলে গিয়েছিল । এর আগে কানায় কানায় উপচে পড়ছে নবনির্মিত স্টেডিয়াম । যাকে বলা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম । মিউজিক সিস্টেমে বাজছে , ‘ ভাটি কামিঙ্গ , ভাটি .. ‘ । পরের মুহূর্তেই বাজছে , ‘ নাপাতা সুরো , নাটু , নাটু , নাটু , নাটু নাটু নাটু । মঞ্চে পা মেলাচ্ছেন যিনি , খান ত্রয়ী ও হৃতিক পরবর্তী জমানায় অনেকে তাকে বলিউডের সেরা মুখ বলে চিহ্নিত করেছেন।রণবীর সিংহ । কখনও রাজবেশে , কখনও রকস্টার হয়ে । আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান নাচে , গানে মাতিয়ে দিলেন । সঙ্গে মিউজিক মায়েস্ত্রো এআর রহমান । গাইলেন মা তুঝে সেলাম , বন্দেমাতরম । তার জয় হো গান শুনে গোটা গ্যালারি উদ্বেলিত । পারফরম্যান্স শেষ হয়ে যাওয়ার পরে মাঠের ধারে দাঁড়িয়ে রহম্যানিয়া দেখছিলেন রণবীর । কিন্তু জয় হো শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না । দৌড়ে উঠে পড়লেন মঞ্চে । রহমানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে সুর মেলালেন । করোনার ধাক্কায় গত দু’বার আইপিএলের উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠান হয়নি । এবারও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি । তবে করোনার কাঁটা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন । আইপিএলেও ফিরলো সমাপ্তি অনুষ্ঠান । জমকালো অনুষ্ঠান মাতালেন রণবীর ও রহমান । সঙ্গে তুলে ধরা হলো ১৯৫০ সাল থেকে শুরু করে ভারতে ক্রিকেটের ৭৫ বছরের ইতিহাস ।
কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ – র বিশ্বজয় থেকে শুরু করে লক্ষ্মণের ২৮১ , শচীনের সেঞ্চুরি , মহেন্দ্র সিং ধোনির টি টোয়েন্টি বিশ্বকাপ জয় , ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ান ডে বিশ্বকাপ জয় , চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ৷ দর্শকাসনে চাঁদের হাট । উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায় , ডোনা গঙ্গোপাধ্যায় , অক্ষয় কুমার , জয় শাহ , মহম্মদ আজহারউদ্দিনরা ।বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম । রবিবার যে মাঠে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ দেখতে কানায় কানায় উপচে পড়ছিল গ্যালারি । সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় , মহম্মদ আজহারউদ্দিনের মতো ক্রিকেট মাঠের মহাতারকা , অক্ষয় কুমার , রণবীর সিংয়ের মতো বলিউডের নক্ষত্র , কে ছিলেন না ! আর সেই চাঁদের হাটে নজর কেড়ে নিলো বিশালাকার একটি জার্সি । সাদা রং । পিঠে নীল রঙে লেখা আইপিএল ১৫। জার্সির নীচের দিকে আইপিএলের দশ দলের লোগো জ্বলজ্বল করছে । বলা হচ্ছে , এত বড় জার্সি আগে কখনও তৈরি হয়নি । বিশ্বের সবচেয়ে বড় জার্সি । ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে , বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শিত বিশ্বের সবচেয়ে বড় এই জার্সি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নিয়েছে ।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…