এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অবশেষে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বিধায়ক রঞ্জিত দাসের নির্বাচনোত্তর প্রতিশ্রুতি খুব শীঘ্রই বাস্তব রূপ পেতে চলছে। দীর্ঘ সময়ের অবরুদ্ধ জীবন যন্ত্রনার স্থায়ী অবসান হতে চলছে অমরপুর ব্লকের অধীন চারটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজের বাসিন্দাদের।  

অমরপুর মহকুমা সদরের সাথে, ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা এবং অমরপুর ব্লকের অধীন বীরগঞ্জ, মৈলাক,মালবাসা গ্রাম পঞ্চায়েত ও গামাকো বাড়ি- বুরবুরিয়ার সাথে সড়ক যোগাযোগ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র।আসন্ন শারদোৎসবের আগেই মৈলাক খেয়াঘাটে গোমতী নদীর উপরে নির্মীয়মান পাকা সেতুটি উল্লিখিত চারটি গ্রাম পঞ্চায়েত, ভিলেজ ও গন্ডাছড়া মহকুমার সাথে অমরপুর শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা পালন করতে চলছে।

শুধু তাই নয়, এই সেতু গোমতীর দুই পাড়ের মানুষকে এক সুতোয় বেঁধে দিয়ে, সুদূরপ্রসারী ভুমিকা পালন করবে আগামী প্রজন্মের কাছে।গত কয়েক দশক ধরে দাবি ছিল মৈলাক খেয়াঘাটে গোমতী নদীর উপরে পাকা সেতু নির্মাণের। বাম আমলে গ্রামীন জনগনের এই দাবী উপেক্ষিত থাকলেও, ২০১৭ সালে অমরপুরে উপ-নির্বাচনের প্রাক্কালে তৎকালিন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব ও উপ-নির্বাচনে দলীয় প্রার্থী, তথা বর্তমান বিধায়ক রঞ্জিত দাস প্রতিশ্রুতি দিয়েছিলেন পাকা সেতু নির্মাণ করে দেওয়ার।

অমরপুর উপ-নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পেয়ে সমগ্র রাজ্যেই দলীয় সংগঠনে জোয়ার আনতে সক্ষম হয়েছিলো বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্য বিজেপি। সমগ্র রাজ্যেই অমরপুর উপ-নির্বাচনের ফলাফল ব্যাপক প্রভাব পড়ে। বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা, আর চলো পাল্টাইয়ের শ্লোগানে ২০১৮’র বিধানসভা নির্বাচনে পঁয়ত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিপ্লব কুমার দেবের নেতৃত্ব রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠিত হয়।

প্রতিশ্রুতি অনুযায়ী, তৎকালিন মুখ্যমন্ত্রী ও বিধায়কের একান্ত প্রচেষ্টায় ২০২০ সালে নয় কোটি একুশ লক্ষ টাকা ব্যয় পাকা সেতু নির্মাণের কাজ শুরু করা হয়। সেই কাজ প্রায় শেষের পথে। বর্তমানে চলছে শেষ তুলির টান। রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে পাকা সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করার প্রচেষ্টা চলছে। তার আগে আসন্ন দূর্গা পূজোর বোধনের আগেই ওই পাকা সেতুটি জনসাধারণের চলাচলের জন্য এবং  দ্বিচক্র ও অটো চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জনান,অমরপুর পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার অনুপ দেববর্মা এবং বিধায়ক রঞ্জিত দাস।

Dainik Digital

Recent Posts

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

2 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

2 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

4 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

4 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

4 hours ago

দাঁতের গর্ত এবং ক্ষয় এড়াতে সঠিক মাজন ব্যবহার করুন!!

অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…

4 hours ago