অমরপুরে নস্টালজিক বিপ্লব

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ অমরপুরের মানুষেরাই আমাকে রাজ্যের মানুষের কাছে পরিচিতি করিয়েছে। অমরপুর উপনির্বাচন থেকেই এই রাজ্যে বিজেপির উত্থান শুরু হয়েছিল। রাজ্যের মানুষের আশীর্বাদেই আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলাম। তাই ত্রিপুরা ছেড়ে আমি কোথাও যাচ্ছিনা। রাজ্যবাসির পাশে থেকে কাজ করবো। অমরপুরের প্রতিটি ঘরে ঘরে,রাজ্যের আনাচে কানাচে প্রতিটি মানুষের কাছে আমি আবারও যাব। আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও এরাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করবো। এই রাজ্যকে আমি শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবোই বানাবো। সোমবার দুপুরে অমরপুর আনন্দ ধারা প্রেক্ষাগৃহে অমরপুর আরডি ব্লকের উদ্যোগে আয়োজিত কৃষান সম্মান নিধি ও পিএম আবাস যোজনার লাভ্যার্থীদের সাথে মত বিনিময় সভায় এই কথা গুলো বলেন, রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

তিনি আরও বলেন, রাজ্যের মানুষের আর্থ – সামাজিক এবং কৃষ্টি সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যেই গত চারবছর ধরে চেষ্টা করে গেছেন। রাজ্যের সার্বিক তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও সভায় দৃঢ়তার সঙ্গে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মত বিনিময় সভায় উপস্থিত কৃষকদের ও সুবিধাভোগীদের সাথে সরাসরি কথা বলে তাদের সুবিধা অসুবিধা গুলি অবগত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পঁচিশ বছরের বাম শাসনেরও তীব্র সমালোচনা করেন। একই সাথে গত সাড়ে চার বছরে বিজেপি জোট শাসনের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় রাজ্যের পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ও বিধায়ক রঞ্জিত দাস বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রী থাকা কালিন সময়ের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বক্তব্য রাখেন। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মত বিনিময় সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। সভায় স্বাগত ভাষন দেন গোমতী জেলার জেলা শাসক রাভেল হেমেন্দ্র কুমার। সভায় সভাপতিত্ব করেন অমরপুর বিএসির চেয়ারম্যান সুমন্ত রিয়াং। সভায় কৃষি অধিকর্তা, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্টি দেবনাথ রুদ্রপাল প্রমুখরা উপস্থিত ছিলেন। সোমবার আনন্দ ধারা প্রেক্ষাগৃহের মত বিনিময় সভা 
লাভ্যার্থী সমাগমে কানায় কানায় ভর্তি ছিল। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভায় বিশাল জন সমাগম ছিলো চোখে পড়ার মতো। সভা শেষে মহকুমার বীরগঞ্জ গ্রামের জনৈক পৃষ্ঠা প্রমুখের বাড়িতে মধ্যাহ্নের আহার সেড়ে কিল্লার উদ্দেশ্যে অমরপুর ত্যাগ করেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

13 hours ago

দেবালয় রক্ষা পায় না!!

আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…

16 hours ago

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

1 day ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

1 day ago

পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ!!

অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…

1 day ago

৩ ঘণ্টা না পেরোতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…

1 day ago