দৈনিক সংবাদ অনলাইনঃ অমরপুরের মানুষেরাই আমাকে রাজ্যের মানুষের কাছে পরিচিতি করিয়েছে। অমরপুর উপনির্বাচন থেকেই এই রাজ্যে বিজেপির উত্থান শুরু হয়েছিল। রাজ্যের মানুষের আশীর্বাদেই আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলাম। তাই ত্রিপুরা ছেড়ে আমি কোথাও যাচ্ছিনা। রাজ্যবাসির পাশে থেকে কাজ করবো। অমরপুরের প্রতিটি ঘরে ঘরে,রাজ্যের আনাচে কানাচে প্রতিটি মানুষের কাছে আমি আবারও যাব। আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও এরাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করবো। এই রাজ্যকে আমি শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবোই বানাবো। সোমবার দুপুরে অমরপুর আনন্দ ধারা প্রেক্ষাগৃহে অমরপুর আরডি ব্লকের উদ্যোগে আয়োজিত কৃষান সম্মান নিধি ও পিএম আবাস যোজনার লাভ্যার্থীদের সাথে মত বিনিময় সভায় এই কথা গুলো বলেন, রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি আরও বলেন, রাজ্যের মানুষের আর্থ – সামাজিক এবং কৃষ্টি সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যেই গত চারবছর ধরে চেষ্টা করে গেছেন। রাজ্যের সার্বিক তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও সভায় দৃঢ়তার সঙ্গে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মত বিনিময় সভায় উপস্থিত কৃষকদের ও সুবিধাভোগীদের সাথে সরাসরি কথা বলে তাদের সুবিধা অসুবিধা গুলি অবগত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পঁচিশ বছরের বাম শাসনেরও তীব্র সমালোচনা করেন। একই সাথে গত সাড়ে চার বছরে বিজেপি জোট শাসনের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় রাজ্যের পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ও বিধায়ক রঞ্জিত দাস বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রী থাকা কালিন সময়ের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বক্তব্য রাখেন। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মত বিনিময় সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। সভায় স্বাগত ভাষন দেন গোমতী জেলার জেলা শাসক রাভেল হেমেন্দ্র কুমার। সভায় সভাপতিত্ব করেন অমরপুর বিএসির চেয়ারম্যান সুমন্ত রিয়াং। সভায় কৃষি অধিকর্তা, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্টি দেবনাথ রুদ্রপাল প্রমুখরা উপস্থিত ছিলেন। সোমবার আনন্দ ধারা প্রেক্ষাগৃহের মত বিনিময় সভা
লাভ্যার্থী সমাগমে কানায় কানায় ভর্তি ছিল। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভায় বিশাল জন সমাগম ছিলো চোখে পড়ার মতো। সভা শেষে মহকুমার বীরগঞ্জ গ্রামের জনৈক পৃষ্ঠা প্রমুখের বাড়িতে মধ্যাহ্নের আহার সেড়ে কিল্লার উদ্দেশ্যে অমরপুর ত্যাগ করেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…