অমরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

দৈনিক সংবাদ অনলাইন।। রবিবার রাতের অবিশ্রান্ত বৃষ্টিপাতের ফলে অমরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ছে। গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ৩০.৩৫ মিটার পর্যন্ত পৌঁছে গেছে। মহকুমার দেববাড়ি,বামপুর, বীরগঞ্জ গ্রাম এবং নগর পঞ্চায়েতের ঢাকাইয়া চড় এলাকা সহ নিন্মাঞ্চল সমূহে গোমতীর জল ঢুকে প্লাবিত হয়ে গেছে। বাড়ি ঘরেও বন্যার জল ঢুকে যাওয়ার দুই শতাধিক পরিবার নিরাপদ আশ্রয় নিয়েছেন। বিপন্ন মানুষ মহকুমা প্রশাসনের তরফে খোলা পাঁচটি ত্রান শিবিরে আশ্রয় নিয়েছেন।

বামপুরে মেইন সড়ক বন্যার জলের নিচে তলিয়ে যাওয়ায় অমরপুর-অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া সড়কে যোগাযোগ বন্ধ হয়ে আছে। অমরপুর- উদয়পুর সড়কের উপর ধস পড়ে ও গাছ উপরে পড়ে সকালে বেশ কিছুক্ষন যানবাহন চলাচল ব্যাহত হয়। অমরপুর- গন্ডাছড়া সড়কের বিভিন্ন স্থানেও ধস পড়ে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। মহকুমা ম্যাজিসট্রেট বিজয় সিনহা ক্ষোদ বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা জারি রেখেছেন।