অমরপুরে রাজেন্দ্রের প্রচার!
অনলাইন প্রতিনিধি :-পুর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া ব্লকের সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে নিয়ে জোটের কর্মী সমর্থক ও নেতৃত্বরা শুক্রবার অমরপুর শহরে মিছিল সংগঠিত করে। জোট প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে মিছিলটি অমরপুর উত্তর বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা শেষে সিপিআই (এম) মহকুমা পার্টি অফিসের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াং, সিপিএম দলের বিভাগীয় সম্পাদক প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ,বিভাগীয় নেতৃত্ব প্রহ্লাদ পাল,শিমুল চক্রবর্তী প্রমুখ কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে এবং জোট প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।