অমরপুর বিদ্যুৎ অফিসে ভাঙচুর, প্রবল উত্তেজনা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন, অমরপুরঃ গত দুই/তিন দিন ধরেই মহকুমার কাউয়ামারা ও তুত বাগান এলাকায় বিদ্যুৎ পরিষেবা উধাও। এই অভিযোগে সংশ্লিষ্ট এলাকার ক্ষুব্দ এলাকাবাসী শুক্রবার রাত সোয়া দশটা নাগাদ পনেরো কুড়িটি বাইকে চেপে এসে বিদ্যুৎ নিগমের অমরপুর মোটর স্ট্যান্ডস্হিত উপভুক্তি অফিসে দফায় দফায় হামলা চালায় ও কল সেন্টারে ঢুকে যাবতীয় আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। সেখান থেকে উত্তেজিত জনতা অমরপুর গোবিন্দ টিলাস্হিত ৬৬ কেভি ট্রান্সমিশন সাবষ্টেশানে ঢোকার চেষ্টা করে।

ঠিক তখনই বীরগঞ্জ থানার ওসি জয়ন্ত দাস টিএসআর নিয়ে ৬৬ কেভি সাবষ্টেশানে পৌছান। ফলে বিক্ষুব্ধ জনতা সাবষ্টেশানে ঢুকতে ব্যর্থ হয়। পুলিশ ও গোবিন্দ টিলার এলাকাবাসীদের প্রতিরোধের মুখে ক্ষুব্দ জনতা আধঘন্টা যাবত ওই স্হানে বিক্ষোভ প্রদর্শন করার পর সেখান থেকে পুনরায় মোটর স্ট্যান্ডস্হিত উপভুক্তি অফিসের সামনে এসে সিনিয়র ম্যানাজারের খোঁজ করে এবং কোয়ার্টার কোথায় জানতে চায়। সিনিয়র ম্যানাজারের খোঁজ না পেয়ে পুনরায় উপভুক্তি অফিসে ঢোকার চেষ্টা করে। কিন্তু পুলিশের ব্যারিকেডের ফলে অফিসে ঢুকতে পারেনি। অফিসের সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে তুত বাগান অভিমুখে ফিরে যায়।

ঘটনার পরিপ্রেক্ষিতে মোটর স্ট্যান্ড ও গোবিন্দ টিলায় বসবাস কারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই বিষয়ে সিনিয়র ম্যানাজারের বক্তব্য, ঝর বৃষ্টির ফলে একটি গাছের ডালা পরে তুতবাগান এলাকার এসটি লাইনের তার ছিড়ে গেছে। উপভুক্তিতে বিদ্যুৎ কর্মীর সল্পতার মধ্যেও শুক্রবার দিনভর ওই এসটি লাইন সারাইয়ের কাজ করা হয়েছিল। কিন্ত রাত হয়ে যাওয়ায় লাইন সারাইয়ের কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি। যার ফলে তুতবাগান এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি। আর এনিয়েই যত বিপত্তির সৃষ্টি বলে সিনিয়র ম্যানাজারের বক্তব্য।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

20 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

20 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

20 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

20 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago