Categories: দেশ

অমিত বিপ্লবের ইঙ্গিতপূর্ণ বৈঠক ঘিরে জল্পনা!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ আগষ্টেই বদলে যেতে পারে রাজ্য রাজনীতির গতিপ্রকৃতি শীর্ষক তথ্যমূলক প্রতিবেদন গত তিন জুলাই দৈনিক সংবাদের প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল । প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছিল যে , আগামী আগষ্ট মাস রাজ্য রাজনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে । আরও স্পষ্ট করে বললে , রাজ্য রাজনীতির গতি প্রকৃতি , সমীকরণ অনেকটাই পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । বিশেষ করে রাজ্যের শাসকদল বিজেপির কাছে আগষ্ট মাস খুবই তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল । শুধু তাই নয় , প্রকাশিত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছিল , আগষ্ট মাসেই ফের রাজ্যসভার একটি আসনে দলের প্রার্থী কে হবে ? তা নির্ধারিত হবে ।

এমন কি ভোটও হতে পারে । আগষ্টেই বদল হতে পারে দলের সভাপতি । কারণ , মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহার পক্ষে একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ পদে কাজ চালিয়ে যাওয়া কঠিন হবে । তাছাড়া , রাজ্য বিধানসভার ভোটও খুব বেশি দূরে নয় । এই সময়ের মধ্যে সরকারের অসমাপ্ত কাজগুলি শেষ করে তবেই নির্বাচনে যেতে হবে । একই সাথে একেবারে তৃণমূলস্তর থেকে সংগঠনকে মজবুত করার কাজও চালিয়ে যেতে হবে । গত তিন জুলাই প্রকাশিত প্রতিবেদনে এই সবই উল্লেখ করা হয়েছিল । একমাস আগে প্রকাশিত সংবাদই যে বাস্তবে রূপ পেতে চলেছে , তা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠতে চলেছে । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে আচমকা পদত্যাগ করার আগের দিন , অর্থাৎ গত ১৩ ম সন্ধ্যায় দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেছিলেন । সেই বৈঠক শেষে পরদিন সকালে আগরতলা এসেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন । এরপর থেকে রাজ্য রাজনীতিতে গত প্রায় তিনমাস ধরে অনেক উত্থাল – পাতাল হয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জড়িতে নানা জল্পনা , নানা কল্পনা , নানা খবর প্রকাশিত হয়েছে । এরমধ্যে বিপ্লব কুমার দেব বেশ কয়েক দফা দিল্লীতে গেছেন । দিল্লীতে গিয়ে দলের সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে একাধিক নেতা – মন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং বৈঠক করলেও , অমিত শাহের সাথে তার সাক্ষাৎ হয়নি । প্রায় তিন মাসের মাথায় নয় আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় ফের দিল্লীতে অমিত শাহের সাথে সাক্ষাৎ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে , আজই বিহারে বিজেপি – জোট সরকারের পতন হয়েছে । এই নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হচ্ছে । এই সঙ্কটময় সময়েও দিল্লীতে অমিত – বিপ্লবের বৈঠক বেশ ইঙ্গিতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে । দিল্লী থেকে পাওয়া খবরে জানা গেছে , এদিন অমিত শাহ ও বিপ্লব কুমার দেবের মধ্যে এক ঘণ্টা আলোচনা হয়েছে । আলোচনার পুরোটাই ছিল রাজ্য রাজনীতি এবং দলীয় সংগঠনের নানা বিষয় । বিপ্লব কুমার দেব নিজেও তার সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন । ফলে চলতি মাসেই যে রাজ্য রাজনীতির সমীকরণ পাল্টাতে চলেছে , অমিত – বিপ্লবের বৈঠক থেকেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । জল্পনা আরও গতি পেয়েছে এই কারণে যে প্রায় তিন – চার দিন দিল্লী কাটিয়ে রাজ্যে ফিরে আসার একদিন পরই বিপ্লবকে তড়িঘড়ি দিল্লী ডাকা হয় । গতকাল সোমবার সন্ধ্যার বিমানে ফের দিল্লী যায় বিপ্লব । ফলে আগামীদিনে কী হতে চলেছে তা আজকের বৈঠক থেকেই স্পষ্ট আভাষ পাওয়া যাচ্ছে ।

Dainik Digital

Recent Posts

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

21 hours ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

21 hours ago

স্মার্টসিটি প্রকল্পের কাজে বন্ধ উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…

21 hours ago

বার্ষিক পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের রসিকতায় চরম ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…

22 hours ago

রাজ্যের প্রতীকে স্বীকৃতি কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…

22 hours ago

চূড়ান্ত সীলমোহর পড়বে ১০টি সাংগঠনিক জেলা সভাপতির নামে!!

অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…

22 hours ago