দৈনিক সংবাদ অনলাইনঃ আগষ্টেই বদলে যেতে পারে রাজ্য রাজনীতির গতিপ্রকৃতি শীর্ষক তথ্যমূলক প্রতিবেদন গত তিন জুলাই দৈনিক সংবাদের প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল । প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছিল যে , আগামী আগষ্ট মাস রাজ্য রাজনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে । আরও স্পষ্ট করে বললে , রাজ্য রাজনীতির গতি প্রকৃতি , সমীকরণ অনেকটাই পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । বিশেষ করে রাজ্যের শাসকদল বিজেপির কাছে আগষ্ট মাস খুবই তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল । শুধু তাই নয় , প্রকাশিত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছিল , আগষ্ট মাসেই ফের রাজ্যসভার একটি আসনে দলের প্রার্থী কে হবে ? তা নির্ধারিত হবে ।
এমন কি ভোটও হতে পারে । আগষ্টেই বদল হতে পারে দলের সভাপতি । কারণ , মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহার পক্ষে একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ পদে কাজ চালিয়ে যাওয়া কঠিন হবে । তাছাড়া , রাজ্য বিধানসভার ভোটও খুব বেশি দূরে নয় । এই সময়ের মধ্যে সরকারের অসমাপ্ত কাজগুলি শেষ করে তবেই নির্বাচনে যেতে হবে । একই সাথে একেবারে তৃণমূলস্তর থেকে সংগঠনকে মজবুত করার কাজও চালিয়ে যেতে হবে । গত তিন জুলাই প্রকাশিত প্রতিবেদনে এই সবই উল্লেখ করা হয়েছিল । একমাস আগে প্রকাশিত সংবাদই যে বাস্তবে রূপ পেতে চলেছে , তা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠতে চলেছে । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে আচমকা পদত্যাগ করার আগের দিন , অর্থাৎ গত ১৩ ম সন্ধ্যায় দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেছিলেন । সেই বৈঠক শেষে পরদিন সকালে আগরতলা এসেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন । এরপর থেকে রাজ্য রাজনীতিতে গত প্রায় তিনমাস ধরে অনেক উত্থাল – পাতাল হয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জড়িতে নানা জল্পনা , নানা কল্পনা , নানা খবর প্রকাশিত হয়েছে । এরমধ্যে বিপ্লব কুমার দেব বেশ কয়েক দফা দিল্লীতে গেছেন । দিল্লীতে গিয়ে দলের সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে একাধিক নেতা – মন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং বৈঠক করলেও , অমিত শাহের সাথে তার সাক্ষাৎ হয়নি । প্রায় তিন মাসের মাথায় নয় আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় ফের দিল্লীতে অমিত শাহের সাথে সাক্ষাৎ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে , আজই বিহারে বিজেপি – জোট সরকারের পতন হয়েছে । এই নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হচ্ছে । এই সঙ্কটময় সময়েও দিল্লীতে অমিত – বিপ্লবের বৈঠক বেশ ইঙ্গিতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে । দিল্লী থেকে পাওয়া খবরে জানা গেছে , এদিন অমিত শাহ ও বিপ্লব কুমার দেবের মধ্যে এক ঘণ্টা আলোচনা হয়েছে । আলোচনার পুরোটাই ছিল রাজ্য রাজনীতি এবং দলীয় সংগঠনের নানা বিষয় । বিপ্লব কুমার দেব নিজেও তার সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন । ফলে চলতি মাসেই যে রাজ্য রাজনীতির সমীকরণ পাল্টাতে চলেছে , অমিত – বিপ্লবের বৈঠক থেকেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । জল্পনা আরও গতি পেয়েছে এই কারণে যে প্রায় তিন – চার দিন দিল্লী কাটিয়ে রাজ্যে ফিরে আসার একদিন পরই বিপ্লবকে তড়িঘড়ি দিল্লী ডাকা হয় । গতকাল সোমবার সন্ধ্যার বিমানে ফের দিল্লী যায় বিপ্লব । ফলে আগামীদিনে কী হতে চলেছে তা আজকের বৈঠক থেকেই স্পষ্ট আভাষ পাওয়া যাচ্ছে ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…