অমিত শাহ ও নাড্ডার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সামনে লোকসভা নির্বাচন।আসন্ন ভোটকে কেন্দ্র করে দিল্লীতে তৎপরতা বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সোমবার তিনি নয়া দিল্লীর নতুন সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে রুদ্ধ দ্বার বৈঠক করেছেন, যতদূর জানা গেছে, আলোচনায় লোকসভা নির্বাচনই ছিল প্রধান বিষয়। আসন্ন নির্বাচনের লক্ষ্যে শাসকদলের বর্তমান পরিস্থিতি কি অবস্থায় রয়েছে তার বিস্তৃত বিবরণ তিনি শীর্ষ দুই নেতার কাছে মেলে ধরেছেন।রাজ্য বিজেপির সাংগঠনিক তৎপরতার বিষয়েও শাহ-নাড্ডাদের অবহিত করা হয়েছে।রাজ্যের দুটি লোকসভা আসন জয়ের বিষয়টি নিশ্চিত করতে এদিন রণকৌশলও তৈরি হয়। সম্প্রতি বিজেপির রাজ্য কমিটি ও গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে বিভিন্ন মোর্চার কমিটি গুলোও।এই সব বিষয়গুলিও মুখ্যমন্ত্রী ডা. সাহা শীর্ষ দুই নেতার কাছে মেলে ধরেছেন বলে জানা গেছে।আগামীদিনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দল কি দল কি ধরনের কর্মকাণ্ড হাতে নিতে চলেছে তারও রুপরেখা এদিন মেলে ধরা হয়েছে বলে জানা গেছে।রাজ্যের দুটি লোকসভা আসনে বড় ব্যবধানে ছিনিয়ে আনতে মাঠে ঝাঁপিয়ে পড়েছে পদ্মশিবির।যার বিস্তৃত বিবরণ দলীয় হাইকমান্ডের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী।তিপ্রা মথাকে নিয়ে বিজেপির দুই শীর্ষ নেতার সাথে মুখ্যমন্ত্রী শলাপরমর্শ হয়েছে কি না এই বিষয়টি অবশ্য স্পষ্ট করা হয়নি।জানানো হয়েছে,দলের নিজস্ব সাংগঠনিক বিষয়গুলিই এদিন প্রাধান্য দেওয়া হয়েছে।শক্তিশালী করার জন্য কি কি করা প্রয়োজন।এদিন তার রূপরেখা শাহ-নাড্ডারা স্থির করে দিয়েছেন বলেও শাসকদলীয় সূত্রের খবর। কেন্দ্রীয় প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়ন এবং রাজ্যের প্রতিটি প্রান্তে এসব প্রকল্পে ব্যাপক প্রচার ও প্রসার নিশ্চিত করতেও হাইকমাণ্ড বার্তা দিয়েছে।যতদূর জানা গেছে, সাহ নাড্ডার পথ নির্দেশ অনুসরণ করেই আগামীদিনগুলিতে ভোটমুখী কর্মকাণ্ডে ঝাঁপাতে চলেছে পদ্ম শিবির।এদিকে রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে রাজ্য সরকার।আয়ুস্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ধাঁচে স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে খুব শীঘ্রই রাজ্যের নিজস্ব জন আরোগ্য যোজনা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।এক্ষেত্রে সকল অংশের মানুষের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার।সোমবার একথা বলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. মনসুখ মাণ্ডাভিয়ার সাথে নয়াদিল্লীতে জাতীয় ডেন্টাল কমিশনের নতুন অফিস ভবনের উদ্বোধন এবং অন্ধ্রপ্রদেশ ও জম্মু ও কাশ্মীরে চারটি নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, জাতীয় ডেন্টাল কমিশনের নতুন অত্যাধুনিক ভবনের উদ্বোধন একটি যুগান্তকারী ঘটনা।এর মধ্য দিয়ে স্বাস্থ্য পরিষেবা খাতে রূপান্তরমূলক সংস্কারের সূচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী চিন্তাভাবনার প্রতিফলন করে।এই নতুন ভবন শুধু ইট ও কংক্রিটের কাঠামো নয়, এটি বর্তমান কাজের চাপ পরিচালনার করার জন্য একটি অনুকূল পরিবেশ প্রদানে যথেষ্ট কার্যকর হবে।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

15 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

15 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago