অনলাইন প্রতিনিধিঃ- রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে সারা দেশে ৫০৮ টি স্টেশনের সাথে সকাল দশটা সাতান্ন মিনিটে ত্রিপুরার ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর মাতাবাড়ি রেল স্টেশনকেও অমৃত ভারত রেল স্টেশনে উন্নতি করার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে ধর্মনগর রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যোত দে সরকার, লামডিং রেল ডিভিশনের ডিসিএম রমেশ কুমার মাহাতো সহ আরও অনেকে। জানা গেছে, যাত্রীদের উন্নত পরিষেবা প্রদানের জন্য ৩২.৬ কোটি টাকা ব্যয়ে ধর্মনগর রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশনে উন্নতি করা হবে। আগামী কিছু দিনের মধ্যে ধর্মনগর রেল স্টেশনের উন্নতিকল্পে কাজ শুরু হবে। ধর্মনগর রেল স্টেশনের সম্মুখভাগ, প্ল্যাটফর্মের সাইনবোর্ড, জল সরবরাহ, আলো ফুট ওভার ব্রিজ ইত্যাদি উল্লেখযোগ্য ভাবে উন্নতি করা হবে। এছাড়াও রয়েছে পরিকল্পিত পার্কিং সুবিধা, উন্নত রাস্তা এবং ডিভাইডার, জলের ফোয়ারা, নতুন ১২ মিটার চওড়া ফুট ওভার ব্রিজ, নতুন এস্কেলেটর, প্রতিটি প্ল্যাটফর্মে নতুন লিফট,সঞ্চালন এলাকায় নতুন আলো, প্ল্যাটফর্ম এবং ফুট ওভার ব্রিজ, উচ্চ মানের আধুনিক চিহ্নের ব্যবহার, প্ল্যাটফর্ম এবং ওয়েটিং হল গুলিতে আরও ভালো মানের বসার ব্যবস্থা, প্রতিটি প্ল্যাটফর্মে আধুনিক ট্রেন ইনফরমেশন সিস্টেম, কোচ গাইডেন্স সিস্টেম চালু করা হবে।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…