অম্পি সফরে সাংসদ রেবতী ত্রিপুরা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজনৈতিক সংঘর্ষে থমথমে অম্পিনগর সফরে আসেন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা। সাথে ছিলেন দলের রাজ্য সহ সভানেত্রী পাতালকন্যা জমাতিয়া সহ বিজেপি দলের এক প্রতিনিধিদল। বৃহস্পতিবার তারা অগ্নিগর্ভ অম্পিনগর, তৈদু, গামাকো বাড়ি,শালকাপাড়া এলাকা পরিদর্শন করেন। দলীয় কর্মী সমর্থকদের সাথে কথা বলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। সাংসদ রেবতী ত্রিপুরা বুধবার প্রতিপক্ষ দলের কর্মী সমর্থকদের দ্বারা ভাঙচুর হওয়া দলীয় অফিস গুলিও পরিদর্শন করেন। সাক্ষাৎ করেন দলের আহত কর্মী সমর্থক এবং হামলায় ক্ষতিগ্রস্থ দলীর কর্মী সমর্থকদের সাথে। 

বুধবারের রাজনৈতিক সংঘর্ষের ঘটনার পর প্রতিপক্ষ দুই দলের পক্ষ থেকেই বেশ কয়েক জনের বিরুদ্ধে অম্পিনগর থানায় মামলা দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর সাংসদ রেবতী ত্রিপুরা অম্পিনগর সফর সেরে ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই দুপুর দেড়টা নাগাদ হঠাৎ করেই তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা বুধবারের রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তারের দাবীতে অমরপুর- অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া সড়কের হীরাপুর এলাকায় অবরোধ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে ওই সড়ক অবরোধ। আচমকা সড়ক অবরোধের ফলে অবরোধ স্থলের দুই দিকে প্রচুর যানবাহন আটকা পরে যায়। দুর্ভোগের শিকার হন যানবাহন চালক সহ নিত্যযাত্রীরা। সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে পৌছান অম্পিনগরের এসডিপিও উত্তম বনিক সহ আরক্ষা কর্মীরা।

দীর্ঘক্ষণ সড়ক অবরোধ চলার পর অবরোধ স্থলে পৌছান গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডারলং। অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও তিপ্রামথার নেতৃত্বদের কথা বলে ও অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে সন্ধ্যা ছয়টা নাগাদ সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
সমগ্র অম্পিনগর এলাকাতেই টান টান রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। হাটবাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি শুন্যের কোটায়। যেকোনো সময় ফের রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় আরক্ষা প্রশাসনের তরফে বেশ কিছূ আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকা গুলিতে আধাসামরিক বাহিনীর জওয়ানদের এবং টিএসআর জওয়ানদের টহলদারি বৃদ্ধি করা হয়েছে।
 

Dainik Digital

Recent Posts

সাসপেন্ড ১২ জন আপ বিধায়ক!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সরকার গড়ার পরেই ‘আপের শেষ দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিল পদ্ম শিবির এবার…

3 hours ago

শিখ দাঙ্গায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন!!

অনলাইন প্রতিনিধি :-ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী তে ১৯৮৪-এর শিখ ধর্মাবলম্বী বাবা যশবন্ত সিং ও ছেলে…

3 hours ago

প্রতিবেশী সম্পর্ক!!

'প্রতিবেশী' এই শব্দটির মানে অর্থ কি? খুব সহজ করে বললে,এর উত্তর হচ্ছে 'নিজের কাছাকাছি বা…

5 hours ago

নয়া করোনার খোঁজ, ছড়াবে বাদুড় থেকে।।

অনলাইন প্রতিনিধি :-আমেরিকা প্রথম থেকেই দাবি করে আসছে যে,চিন থেকেই ছড়াতে শুরু করেছিল করোনাভাইরাস।আমেরিকা এমনও…

5 hours ago

রাত তিনটায় সাংবাদিক সম্মেলন স্বরাষ্ট্র উপদেষ্টার।।

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশেআইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে।একথা স্বীকার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের…

5 hours ago

নিয়োগ দুর্নীতিতে সীমা ছাড়িয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ঘুমে সরকার।।

অনলাইন প্রতিনিধি :-অবশেষে বেকার বিক্ষোভের চাপে ফের চাকরির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হলো ত্রিপুরা…

5 hours ago