অরবিন্দের উত্তরসূরীও আইআইটির গবেষক

এই খবর শেয়ার করুন (Share this news)

অরবিন্দ কেজরিওয়ালের উত্তরসূরি … ! এবার আম আদমি পার্টির যোগ্য উত্তরসূরি হিসাবেই ময়দানে নেমে পড়লেন খড়গপুর আইআইটির সেই একই বিভাগের ফাইনাল ইয়ারের গবেষক ।আজ থেকে ৩৩ বছর আগের কথা । বর্তমানে আম আদমি পার্টি ( আপ ) সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেই সময় খড়গপুর আইআইটির ছাত্র ছিলেন । ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া ছিলেন । তারপর কেটে গিয়েছে অনেক বছর । সেই দিনের আইআইটির পড়ুয়া অরবিন্দ কেজরিওয়াল এখন দেশের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী । তার হাতে গড়া এই আম আদমি পার্টির যোগ্য উত্তরসূরি হিসাবে এবারে ময়দানে নেমে পড়লেন খড়গপুর আইআইটির এই একই বিভাগের ফাইনাল ইয়ারের গবেষক সুধীর সিং ।
হরিয়ানার গাজিয়াবাদে বাড়ি । তিনি এই দলের সদস্য হওয়ার আবেদন সম্বলিত পোস্টার লাগানোর কাজ শুরু করেছেন গোটা খড়গপুর শহরজুড়ে । সঙ্গী হিসাবে পেয়েছেন পিংলা বিধানসভার খড়গপুর ২ নম্বর ব্লকের বাসিন্দা অমিতকুমার রানা নামে এক যুবককে । আপাতত লক্ষ্য সামনের পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার । তারপর লোকসভা । এই ব্যাপারে খড়গপুর আইআইটির মেধাবী এই পড়ুয়ার বক্তব্য , ‘ আমাদের স্লোগান উন্নয়নের পক্ষে । দুর্নীতির বিরুদ্ধে । ধর্মীয় উসকানি নয় , তোষণ নয় , ব্যক্তিগত আক্রমণ নয় । ‘ শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি ফেরানোর ডাক দিয়ে আপের লড়াই । এই দলে দুর্নীতির কোনও জায়গা নেই । আপাতত সামনের পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে দল । সংগঠন তৈরির কাজ চলছে । সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে । এমনটাই জানালেন এই দলের অন্যতম কার্যকর্তা অমিতকুমার রানা । তিনি জানালেন , ‘ আমরা চেষ্টা করব । জনমত যাচাই করার জন্য পঞ্চায়েত নির্বাচনে লড়ব । প্রার্থী দেওয়া হবে । ‘ তবে কোনও জোটে না গিয়ে একাই আপ লড়বে বলে তিনি সাফ জানালেন । তিনি বলেন , ‘ পশ্চিমবঙ্গে জোট করার মতো কেউ নেই । তৃণমূলের সঙ্গে আপের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা । ‘ তবে আপের এই তৎপরতাকে কোনও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি । তৃণমূলের জেলা চেয়ারম্যান অজিত মাইতি বলেন , ‘ আম আদমি পার্টি বলে এখানে কিছু নেই । একটা দুটো পোস্টার দিয়ে দিলে আর দু ’ একজন লোক থাকলেই কি হয়ে যায় । আমরা এই নিয়ে কোনও চিন্তা করছি । না । অপরদিকে , বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র বলেন , ‘ আপ এখানে কোনও প্রভাব ফেলতে পারবে না । তবে ওরা রাজনৈতিক কার্যক্রম করতেই পারে । যদিও কোনও সুবিধা করতে পারবে না ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মহাশিবরাত্রিতে আমিষ খাবার কে কেন্দ্র করে দিল্লির বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ!!

অনলাইন প্রতিনিধি :-মহাশিবরাত্রির দিনে মেসে আমিষ খাবার পরিবেশন করাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড দিল্লির দক্ষিণ…

9 hours ago

গুজরাটের টেক্সটাইল মার্কেটে ২৪ ঘন্টার মধ্যে দুবার আগুন,পুড়ে ছাই ৮০০ অধিক দোকান!!

অনলাইন প্রতিনিধি :-গুজরাটের সুরাট শহরের একটি চারতলা বিশিষ্ট টেক্সটাইল মার্কেটে বুধবার সকালে ২৪ ঘন্টারও কম…

10 hours ago

ট্রাম্প গ্রাসে ইউক্রেন!!

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব লইবার আগে এবং নির্বাচনে জয়ী হইবার পর বিশ্বজোড়া গুঞ্জন চলিতেছিল যুদ্ধের…

11 hours ago

অর্থনীতির পাশাপাশি শক্তিশালী হবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাও।।

অনলাইন প্রতিনিধি :-রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত 'এক দেশ, এক নির্বাচন' শীর্ষক আলোচনা সভায়…

11 hours ago

জরুরি চিকিৎসা বিভাগে রোগী দুর্ভোগ চরমে!!

অনলাইন প্রতিনিধি:-রাজধানীর আইজিএম হাসপাতালের জরুরি (ইমার্জেন্সি) চিকিৎসা বিভাগেও রোগীর ভোগান্তির শেষ নেই।বুধবার সকালে সেই ভোগান্তি…

11 hours ago

করােনা পূর্ববর্তী ট্রেন চলাচল শুরুর উদ্যোগ চলছে রাজ্যে!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের যাত্রী ট্রেন চলাচল করোনা জীবাণু সংক্রমণের পূর্ববর্তী অবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া…

12 hours ago