অরুণাচল ভারতের ‘বারমুডা ট্রায়াঙ্গল’, দাবি পাইলটের

এই খবর শেয়ার করুন (Share this news)

পূর্বোত্তরের অরুণাচল প্রদেশেও রয়েছে “বারমুডা ট্রায়াঙ্গল’! খুলে বললে, মৃত্যুকূপ। সেই এলাকার উপর দিয়ে কোনও বিমানেরও নিরাপদে উড়ে যাওয়ার ক্ষমতা নেই। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্তা তথা অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মহন্তো পাঙ্গিন। তিনি অরুণাচল প্রদেশের ভূখণ্ডকে ‘নিউ বারমুডা ট্রায়াঙ্গল’ বলে অভিহিত করলেন। বায়ুসেনার প্রাক্তন ফাইটার পাইলট পাঙ্গিন দেশের একটি সর্বভারতীয় ডিজিটাল সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে বলেছেন, অরুণাচল প্রদেশের উচ্চ পর্বতমালা এবং গভীর গিরিখাত হল ভারতের ‘বারমুডা ট্রায়াঙ্গল’। নিজের বক্তব্যের ন্যায্যতা প্রমাণ করতে পাঙ্গিন বলেন, বিশ বছরের মধ্যে অরুণাচলের বিভিন্ন অংশে মোট ১৪টি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে।পাঙ্গিন বায়ুসেনার প্রথম পাইলট যিনি রাশিয়া থেকে ভারতে ‘সুখোই- ৩০এমকেআই’ জেট ফাইটার উড়িয়েছিলেন। পূর্বোত্তরের দুর্গম সাড়ে তিন উড়ানের অভিজ্ঞতাপ্রাপ্ত একমাত্র কমান্ডার তিনি।সেনাবাহিনীর চপারের পাশাপাশি অসামরিক বিমান পরিবহণেরও একাধিক কপ্টার দুর্ঘটনা অরুণাচলে ঘটেছে। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। পাঙ্গিল বলেছেন, ১৯৯৭ সালে তাওয়াং থেকে ৪০ কিলোমিটার দূরে একটি চিতা হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এনভিএন সাম. এবং অন্য তিনজন নিহত হন। ২০০১ সালে পশ্চিম কামেং জেলার সেসার কাছে একটি পবন হংস হেলিকপ্টার দুর্ঘটনায় পড়লে অরুণাচল প্রদেশের শিক্ষামন্ত্রী ডেরা নাতুং-সহ পাঁচজন নিহত হন।২০০৯ সালে মেচুকাতে বিমান বাহিনীর ‘এএন-৩২’ কার্গো জাহাজ দুর্ঘটনায় পড়লে ১৩জন নিহত হন। ২০১১ সালের ১৯ এপ্রিল একটি এমআই-১৭ যাত্রীবাহী হেলিকপ্টার গুয়াহাটি থেকে তাওয়াং পৌঁছনোর পর ভেঙে খান খান হয়ে যায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় ২৩ জন যাত্রীর মধ্যে ১৭ জন প্রাণ হারান।
ওই একই মাসে তাওয়াংয়ে হান্স হেলিকপ্টার এএস৩৫০বি-৩ ভেঙে পড়লে পাইলট-সহ চারজনের মৃত্যু হয়। সেই কপ্টারে ছিলেন অরুণাচল প্রদেশের তদানীন্তন মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুও। অরুণাচলে একের পর এক বিমান এবং কপ্টার দুর্ঘটনার জন্য শুধু সেখানকার প্রতিকূল আবহাওয়াকে দায়ী করতে চাননি পাঙ্গিন। তার কথায়, এমন প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পরিবেশ দেশের বহু পার্বত্য এলাকায় রয়েছে। তবু অরুণাচলের আকাশে যত বার দুর্ঘটনা ঘটেছে, ভারতের আর কোথাও ঘটেনি, এমনকী বারমুডা ট্রায়াঙ্গল বাদ দিলে বিশ্বের কোনও প্রান্তে ঘটেনি। পাঙ্গিন এখন আসামের তেজপুরে থাকেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নারীদের সাথে অসভ্যতা বরদাস্ত নয়, কংগ্রেস বিধায়কের বক্তব্য ভিত্তিহীন হাস্যকর: প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে মহিলা- মা-বোনদের সাথে অনৈতিক আচরণ হলে, এর সাথে জড়িত একজনকেও ছাড় প্রদান…

18 hours ago

এ কেমন পুনর্বাসন!!

এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভি। ৬০০ একর এলাকা নিয়ে তার বিস্তার। সত্তর-আশি বছর ধরে ধারাভি…

18 hours ago

আইজিএম হাসপাতালে,নিম্নমানের খাবার সরবরাহ বিপাকে রোগী, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের সরকারী হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য যেসব অসুস্থ রোগী ভর্তি থাকেন সেসব অসুস্থ রোগীর…

18 hours ago

ইতিহাস গড়েছেন মোদি: বিপ্লব, নিশ্চিত থাকুন, ভালোর জন্যই ওয়াকফ সংশোধনী: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-ভালো কাজ করলে বিরোধীরা এর বিরোধিতা করবেই। বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী আইন নিয়ে জনজাগরণ…

19 hours ago

হার্টের চিকিৎসা পরিকাঠামোর অভাবে রোগীর মৃত্যু, বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি:-রাজধানীরআইজিএম হাসপাতালে বুধবার এক রোগীর মৃত্যু ঘিরে ক্ষুব্ধ ও উত্তেজিত রোগীর আত্মীয়ের দৌড়াদৌড়িতে কিছুক্ষণের…

2 days ago

দুর্ঘটনা এড়াতে মানুষকেই সচেতন হতে হবে: বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য অতিথিশালায় 'মেম্বার অব পার্লিয়ামেন্টস রোড সেফটি কমিটি'র এক সভা থেকে বুধবার রাজ্যের…

2 days ago