অর্থনীতিতে নয়া সঙ্কট!!

এই খবর শেয়ার করুন (Share this news)

কোভিড মহামারির ধাক্কা সামলে বিশ্ব অর্থনীতি যখন একটু একটু করে ছন্দে ফিরছিল, ঠিক তখনই শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যা গোটা বিশ্বের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থাকে নতুনভাবে বিঘ্নিত করে তোলে।যার জের গোটা বিশ্ব এখনো ভুগছে। মূল্যবৃদ্ধির পাশাপাশি, গতি হারায় বিশ্ব অর্থনীতির অগ্রগতি।এই যখন পরিস্থিতি, তখন নতুন করে গোটা বিশ্বের চিন্তা বাড়িয়েছে পশ্চিম এশিয়ার অশান্তি।নতুন করে শুরু হওয়া ইজরায়েল-হামাস যুদ্ধ-বিশ্ব অর্থনীতিকে নতুন করে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।বুধবার ‘ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক’ প্রকাশ করে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) যে তথ্য দিয়েছে, তাতে নতুন করে চিন্তা বাড়িয়েছে।আইএমএফ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, ইজরায়েল হামাস সংঘর্ষ বিশ্বকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।এই সংঘর্ষের কারণে চলতি অর্থবর্ষে বিশ্বের জিডিপি তিন শতাংশ হারে বাড়লেও, ২০২৪ সালে এই গতি আরও কমে ২.৯ শতাংশ হতে পারে। চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির পূর্বাভাস অবশ্য ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৩ শতাংশ করা হয়েছে।তবে সেটাও রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাসের ( ৬.৫ শতাংশ) চেয়ে কম।রিপোর্টে আরও বলা হয়েছে,কোভিড অতিমারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহ নানা ধাক্কা বিশ্ব অর্থনীতি থেকে মোট ৩.৭ লক্ষ কোটি ডলারের সম্পদ মুছে দিয়েছে। দিন কয়েক আগে নতুন দুশ্চিন্তা হিসাবে মাথা তুলতে শুরু করেছিল তেলের দাম। সেই দুশ্চিন্তাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ইজরায়েল- হামাস সংঘর্ষ।এতে পশ্চিম এশিয়ায় তেল উৎপাদন ও পরিবহণে ঝুঁকি বাড়ছে। এতে তেলের দাম যদি ১০ শতাংশ বাড়ে, তাহলে বিশ্বের জিডিপি বৃদ্ধির হার ১৫ বেসিস পয়েন্ট কমে যাবে। ফলে মূল্যবৃদ্ধি বাড়বে ৪০ বেসিস পয়েন্ট। রিপোর্টে এমনই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।এতে একশ চল্লিশ কোটির দেশে ভারতও সমস্যায় পড়বে। ভারতের অর্থনীতিতেও বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।যে দেশ আগামী এক দুই বছরের মধ্যে বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনীতির দেশ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে।পশ্চিম এশিয়ায় নতুন করে তৈরি হওয়া অশান্তি, ভারতের এই স্বপ্ন বাস্তবায়নে বড় কাঁটা হয়ে উঠতে পারে-এমন আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না।এখানেই শেষ নয়, ইজরায়েল হামাস সংঘর্ষে নতুন করে মধ্যপ্রাচ্যে উসকে উঠেছে ভূ-রাজনৈতিক উত্তেজনা। রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে তেল আভিভ। বৃহস্পতিবার সেই যুদ্ধ ছয়দিনে পড়লো। এর মধ্যেই লাফিয়ে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বড় ধরনের ধস নামতে পারে ভারতের শেয়ার বাজারে। কেননা, ওষুধ প্রস্তুতকারী সংস্থা থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি, এমন বহু ক্ষেত্রে ইজরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারতের। ওই সব ক্ষেত্রে বড় ধরনের সঙ্কট তৈরি হতে পারে ।
এরই মধ্যে আরব দেশগুলো ইজরায়েল- হামাস যুদ্ধে হস্তক্ষেপ করতে শুরু করেছে।এই হস্তক্ষেপ সুদূরপ্রসারিত হতে পারে।তারা শুধু হস্তক্ষেপ করাই নয়,প্রকাশ্যে ইজরায়েলের নিন্দা জানিয়ে সরব হয়েছে।২২ টি আরব দেশের সমন্বয়ে গঠিত ‘আরব লীগ’ প্রকাশ্যে ইজরায়েলকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়েছে। কিন্তু ইজরায়েল এই আবেদনে কতটা সাড়া দেবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে। ইজরায়েল-হামাস যুদ্ধ যদি এখনই বন্ধ না হয়, তাহলে বিশ্ব অর্থনীতি ফের একবার লাইনচ্যুত হবেই। সেই ধাক্কা সামলে উঠতে, কতটা সময় লাগবে এখনই বলা না গেলেও,এর প্রভাব যে মারাত্মক হবে,তা বলাই বাহুল্য।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

22 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

52 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago